logo
খবর

কামরুল ইসলাম ও আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
কামরুল ইসলাম ও আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আমির হোসেন আমু সাবেক (বাঁয়ে) ও মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্ন মানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তাঁর নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। আরও আছে দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি। এ ছাড়াও নিজের নামে ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি ঘুষ নিয়েছেন। এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারের কাজ করা ব্যক্তিদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। তাঁর নামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকার বেশি। এ ছাড়া তাঁর নিজের নামে ২০ কোটি ৩২ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

এই দুজনের বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নিয়েছেন। খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তাঁর নিজের নামে রাজধানীর ৪৮/১ নম্বর আজগর লেনে একটি চারতলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমি, দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি (নম্বর-ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫) রয়েছে। কামরুল ইসলাম নিজে ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। এ ছাড়া তিনি ও তাঁর অন্য আত্মীয়স্বজনের নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন।

আমির হোসেন আমু তাঁর নির্বাচনী এলাকা ঝালকাঠি-২-এ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি ঘুষ নিয়েছেন। ঝালকাঠির এলজিইডি, শিক্ষাপ্রকৌশল ও গণপূর্ত অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারের কাজ করা ব্যক্তিদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর নিজ নামে দুটি ফ্ল্যাট, মিরপুরে বাণিজ্যিক প্লট ও সাভারে অকৃষি জমি রয়েছে। তাঁর নামে ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠানে জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকার বেশি। তাঁর নিজের নামে ২০ কোটি ৩২ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া তিনি স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

২ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৪ ঘণ্টা আগে