বিডিজেন ডেস্ক
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের নির্মাণাধীন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
খবর দ্য ডেইলি স্টার বাংলার।
নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন মিজান গাজী ও মাহফুজ। তারা দুজনেই কারখানার শ্রমিক। তাদের বাড়ি চাঁদপুরে।
স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই ১ জন প্রকৌশলীসহ ২ জন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছাউনি উড়ে যায়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত ৫ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী ৩ জন আকিজ গ্রুপের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের নির্মাণাধীন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
খবর দ্য ডেইলি স্টার বাংলার।
নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন মিজান গাজী ও মাহফুজ। তারা দুজনেই কারখানার শ্রমিক। তাদের বাড়ি চাঁদপুরে।
স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই ১ জন প্রকৌশলীসহ ২ জন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছাউনি উড়ে যায়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত ৫ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী ৩ জন আকিজ গ্রুপের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।