বিডিজেন ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমজাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীকে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমজাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীকে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।