logo
খবর

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ জানুয়ারি ২০২৫
Copied!
মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
সুফি দরবার, মাজার ও আখড়ায় উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পাগল ফকিরদের হত্যা ও ওরশ মাহফিল আয়োজনে বাধা সৃষ্টির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। ছবি: সংগৃহীত

সুফি দরবার, মাজার ও আখড়ায় উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পাগল ফকিরদের হত্যা ও ওরশ মাহফিল আয়োজনে বাধা সৃষ্টির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব সুফি সংস্থার আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন বিভিন্ন দরবার, মাজার ও আখড়ার ভক্তরা। কয়েক হাজার লোকের এ মানববন্ধনে নরসিংদী জেলার বিভিন্ন দরবার ও খানকার প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে প্রায় ১০০টি মাজার ভাঙচুর, বিভিন্ন দরবারে অগ্নিসংযোগ ও লুটপাট করছে একটি ধর্মান্ধ গোষ্ঠী। কিন্তু প্রশাসন এ গোষ্ঠীকে থামাবার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। সম্প্রতি দু-একজন উপদেষ্টা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

তারা আরও বলেন, কোনো মাজারে কিংবা দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা মেনে নেওয়া হবে না। 

কোনো মাজার ভাঙচুর না করতে ও মাজার সুরক্ষায় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

নরসিংদী জেলাতেও ৩টি মাজার ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ব সুফি সংস্থা। তারা বলেছে, সুফিবাদ একটি শান্তিপ্রিয় ধর্ম পালনকারী গোষ্ঠীর নাম। এ নামে সুফিরা কারও বিরুদ্ধে লাঠি ধরে বদনাম নিতে চায় না। আলেম নামের জালেমরা যেভাবে বিভিন্ন স্থানে মাজার ও দরবারে হামলা ভাঙচুর করছে, তার প্রতিবাদ করতে সুফিরা যদি নেমে যায়, তা হলে আলেমরা পালানোর জায়গা পাবেন না।

সাড়ে ৫ মাসে ৪০টি মাজারে হামলার ঘটনায় ২৩ জন গ্রেফতার: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এদিকে ১৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাড়ে ৫ মাসে ৪০টি মাজার ও তার সাথে সম্পর্কিত ৪৪টি স্থাপনা ভাঙচুর ও হামলার তথ্য পেয়েছে পুলিশ।

মাজার ও দরগাহে হামলার ঘটনায় পুলিশের প্রতিবেদনের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশ ৪ অগাস্ট ২০২৪ থেকে দেশের বিভিন্ন এলাকায় ৪০টি মাজার ও তার সঙ্গে সম্পর্কিত ৪৪টি ভাঙচুর ও হামলার ঘটনা রিপোর্ট পেয়েছে।"

এসব স্থাপনার মধ্যে সুফি সমাধিক্ষেত্র/দরগাহ আছে।

এসব হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং, গ্রেফতার হয়েছে ২৩ জন।

প্রেস উইং জানিয়েছে, সবচেয়ে বেশি ১৭টি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ১০টি ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটে।

শেরপুর জেলায় একই মাজারে চার দফায় হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলার ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা ও ২৯টি সাধারণ ডায়রি নথিভুক্ত হয়েছে।

প্রেস উইং বলেছে, মাজারে যেকোনো হামলার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এর আগে ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মাজার বা কাওয়ালীতে হামলার ঘটনায় ছাড় দেওয়া হবে না।

২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, "অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোতে যেকোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়।"

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

৫ ঘণ্টা আগে

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

৭ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

৮ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

৮ ঘণ্টা আগে