প্রতিবেদক, বিডিজেন
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে কালবৈশাখী হয়েছে। ঘণ্টায় এর গতিবেগ ছিল ৬৬ কিলোমিটার। তবে এ সময় বৃষ্টি হয় সামান্যই। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। আজ রাতেও দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ইতিমধ্যে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি অবশ্য এখন দুর্বল হয়ে গেছে।
আজ বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘলা হতে শুরু করে। বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে শুরু হয় বজ্রঝড় বা কালবৈশাখী।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বিকেলে রাজধানীতে যে বজ্রঝড় হয়েছে, তার গতিবেগ ছিল ঘণ্টায় ৬৬ কিলোমিটার। তবে আজ মূলত ঝড়ই হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল সামান্য। আজ রাতে দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে।
গত রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। ওই দিন বাতাসের গতিবেগ ছিল ৫৬ কিলোমিটার।
রাজধানীতে আজ যে ঝড়ের গতি, তা এ মাসে সর্বোচ্চ বলে জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আকাশ বেশ কালো করে মেঘ জমেছিল। কিন্তু যথেষ্ট ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টি ততটা হয়নি।
আজ রাতে রাজশাহী, কুষ্টিয়া, যশোরে বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছেন তরিফুল নেওয়াজ কবীর।
এরই মধ্যে আজ দেশের অন্তত ৭ জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। জেলাগুলো হলো সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী। আগামীকালও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে আগামীকাল রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে স্থানীয়ভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে পারে বলেই আবহাওয়ার পূর্বাভাস।
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে কালবৈশাখী হয়েছে। ঘণ্টায় এর গতিবেগ ছিল ৬৬ কিলোমিটার। তবে এ সময় বৃষ্টি হয় সামান্যই। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। আজ রাতেও দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ইতিমধ্যে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি অবশ্য এখন দুর্বল হয়ে গেছে।
আজ বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘলা হতে শুরু করে। বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে শুরু হয় বজ্রঝড় বা কালবৈশাখী।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বিকেলে রাজধানীতে যে বজ্রঝড় হয়েছে, তার গতিবেগ ছিল ঘণ্টায় ৬৬ কিলোমিটার। তবে আজ মূলত ঝড়ই হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল সামান্য। আজ রাতে দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে।
গত রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। ওই দিন বাতাসের গতিবেগ ছিল ৫৬ কিলোমিটার।
রাজধানীতে আজ যে ঝড়ের গতি, তা এ মাসে সর্বোচ্চ বলে জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আকাশ বেশ কালো করে মেঘ জমেছিল। কিন্তু যথেষ্ট ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টি ততটা হয়নি।
আজ রাতে রাজশাহী, কুষ্টিয়া, যশোরে বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছেন তরিফুল নেওয়াজ কবীর।
এরই মধ্যে আজ দেশের অন্তত ৭ জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। জেলাগুলো হলো সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী। আগামীকালও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে আগামীকাল রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে স্থানীয়ভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে পারে বলেই আবহাওয়ার পূর্বাভাস।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।