বিডিজেন ডেস্ক
দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমে সবচেয়ে কম। এ জনপদে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে কিছুটা স্বস্তি।
খবর প্রথম আলোর।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০-১২ কিলোমিটার। এর আগে গত ১৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে হিসাবে তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
উত্তরের এ জনপদে গত মঙ্গলবার থেকে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত বুধবার দিনভর সূর্যের দেখা না যাওয়ায় ওই দিন অনুভূত হয় কনকনে শীত। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। তবে কমে যায় কুয়াশার দাপট। রাতভর উত্তরের হিমেল বাতাসে কাবু হয় এ জনপদের বাসিন্দারা। তবে আজ সকাল সাড়ে ৭টার দিকে সূর্যের দেখা মেলায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। সড়কে কিছু যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। কেউ সবজিখেতে সংগ্রহ করছেন সবজি, কেউ তা ভ্যানে করে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বাজারে। আবার কেউ কৃষিজমিতে হালচাষ করার পাশাপাশি বপন করছেন নানা শাকসবজির বীজ। শহরে যাত্রী নিয়ে ছুটছেন রিকশা-ভ্যান ও ইজিবাইকের চালকেরা। এরই মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব আকাশে উঁকি দেয় সূর্য। ধীরে ধীরে ফুটতে থাকে ঝলমলে রোদ। আর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের কর্মব্যস্ততা। তবে উত্তরের ঝিরিঝিরি বাতাসে শীতের তীব্রতা খুব একটা কমেনি।
আজ সকাল সোয়া ৮টার দিকে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় লাল শাক বিক্রি করতে যান কৃষক হোসেন আলী। তিনি বলেন, ‘সকালে শাক তুলিবা আসে ঠান্ডাতে হাত-পাওলা (পাগুলো) অবশ হয়ে আসেচে। কয়দিন তকা (থেকে) খুপ ঠান্ডা, সহা যায় না। কিন্তু আইজকা বেলাডা তাড়াতাড়ি উঠিচে। এ্যাল কনেক (একটু) আরাম পাওয়া যাছে।’
সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড় পৌসভার মিলগেট-দরজিপাড়া এলাকায় আখবীজ কাটার কাজ করছিলেন রোকেয়া খাতুন (৫৫)। তিনি বলেন, ‘ঠান্ডাতে কামকাজ করিবা পারুনা বাপু। কয় দিন তকা (থেকে) যে কুহা (কুয়াশা) কিচ্ছু দেখা যায় না। আইজ সকালে রোদ উঠিচে তাতে কনেক (একটু) ভালো নাগেছে। কিন্তু বাতাসখান কমেনি। বাসাতখান বরফের মতো ঠান্ডা কচ্ছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, হিমালয়ের হিম বায়ু এ এলাকায় সরাসরি প্রবেশ করছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘের পরিমাণ কমে গেছে। সেই সঙ্গে সকাল সকাল কুয়াশা কেটে গিয়ে ঝলমলে রোদের দেখা মিলেছে। মৃদু শৈত্যপ্রবাহেও দিনের বেলা ঝলমলে রোদ থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি থাকবে।
শীত নিবারণের জন্য পঞ্চগড়ের শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ৩০ হাজার ৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী। তিনি বলেন, এ ছাড়া বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন জেলার বিভিন্ন এলাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে।
সূত্র: প্রথম আলো
দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমে সবচেয়ে কম। এ জনপদে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে কিছুটা স্বস্তি।
খবর প্রথম আলোর।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০-১২ কিলোমিটার। এর আগে গত ১৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে হিসাবে তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
উত্তরের এ জনপদে গত মঙ্গলবার থেকে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত বুধবার দিনভর সূর্যের দেখা না যাওয়ায় ওই দিন অনুভূত হয় কনকনে শীত। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। তবে কমে যায় কুয়াশার দাপট। রাতভর উত্তরের হিমেল বাতাসে কাবু হয় এ জনপদের বাসিন্দারা। তবে আজ সকাল সাড়ে ৭টার দিকে সূর্যের দেখা মেলায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। সড়কে কিছু যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। কেউ সবজিখেতে সংগ্রহ করছেন সবজি, কেউ তা ভ্যানে করে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বাজারে। আবার কেউ কৃষিজমিতে হালচাষ করার পাশাপাশি বপন করছেন নানা শাকসবজির বীজ। শহরে যাত্রী নিয়ে ছুটছেন রিকশা-ভ্যান ও ইজিবাইকের চালকেরা। এরই মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব আকাশে উঁকি দেয় সূর্য। ধীরে ধীরে ফুটতে থাকে ঝলমলে রোদ। আর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের কর্মব্যস্ততা। তবে উত্তরের ঝিরিঝিরি বাতাসে শীতের তীব্রতা খুব একটা কমেনি।
আজ সকাল সোয়া ৮টার দিকে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় লাল শাক বিক্রি করতে যান কৃষক হোসেন আলী। তিনি বলেন, ‘সকালে শাক তুলিবা আসে ঠান্ডাতে হাত-পাওলা (পাগুলো) অবশ হয়ে আসেচে। কয়দিন তকা (থেকে) খুপ ঠান্ডা, সহা যায় না। কিন্তু আইজকা বেলাডা তাড়াতাড়ি উঠিচে। এ্যাল কনেক (একটু) আরাম পাওয়া যাছে।’
সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড় পৌসভার মিলগেট-দরজিপাড়া এলাকায় আখবীজ কাটার কাজ করছিলেন রোকেয়া খাতুন (৫৫)। তিনি বলেন, ‘ঠান্ডাতে কামকাজ করিবা পারুনা বাপু। কয় দিন তকা (থেকে) যে কুহা (কুয়াশা) কিচ্ছু দেখা যায় না। আইজ সকালে রোদ উঠিচে তাতে কনেক (একটু) ভালো নাগেছে। কিন্তু বাতাসখান কমেনি। বাসাতখান বরফের মতো ঠান্ডা কচ্ছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, হিমালয়ের হিম বায়ু এ এলাকায় সরাসরি প্রবেশ করছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘের পরিমাণ কমে গেছে। সেই সঙ্গে সকাল সকাল কুয়াশা কেটে গিয়ে ঝলমলে রোদের দেখা মিলেছে। মৃদু শৈত্যপ্রবাহেও দিনের বেলা ঝলমলে রোদ থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি থাকবে।
শীত নিবারণের জন্য পঞ্চগড়ের শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ৩০ হাজার ৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী। তিনি বলেন, এ ছাড়া বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন জেলার বিভিন্ন এলাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে।
সূত্র: প্রথম আলো
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।