logo
খবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম ও তুহিনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।

খবর ঢাকা পোস্টের।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) ও একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তারা দুজনই মালয়েশিয়ার একটি পামবাগানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত রোববার (৩১ আগস্ট) মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং এতে নিহত হন তুহিন আলী ও শামীম রেজা। পরে আজকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ গোমস্তপুর উপজেলার নিজ নিজ গ্রামে পৌঁছায় এবং বেলা সাড়ে ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, গত রোববার তুহিন-শামীমসহ ৫ জন শ্রমিক ওভারটাইম কাজের জন্য গিয়েছিলেন। কাজ শেষে পিকআপে করে ফেরার পথে সুঙ্গাই কোয়ান এলাকার পাহাড়ি রাস্তায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সঙ্গে থাকা ৩ জন লাফ দিয়ে বাঁচলেও পিকআপসহ তুহিন ও শামীম সড়ক থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা ২ জন মারা যান।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, গোমস্তাপুর উপজেলার দুইজন প্রবাসী মালয়েশিয়ায় কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারের খোঁজখবর নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। এছাড়া তাদের পরিবারের আরও কোনো সহযোগিতা লাগলে আমরা উপজেলা প্রশাসন থেকে তা করতে প্রস্তুত রয়েছি।

সূত্র: ঢাকা পোস্ট

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

১ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে