
বিডিজেন ডেস্ক

ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর ডেইলি স্টার বাংলার।
শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা

ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর ডেইলি স্টার বাংলার।
শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।