logo
খবর

অপারেশন ডেভিল হান্ট: সিলেটে আটক আরও ১৩

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
অপারেশন ডেভিল হান্ট: সিলেটে আটক আরও ১৩
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটে চলমান ডেভিল হান্ট অপারেশনে আরও ১৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের জালালাবাদ থানার সাহেবেরগাও, টুকেরবাজরের আকমল হোসেন (৪২), শাহপরান থানার সাদাটিকর নয়াগাঁও এলাকার সাহান আহমদ (৩৭), সেচ্ছাসেবকলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি বিমানবন্দর থানার সুবিদবাজার বনকলাপাড়া এলাকার মো. জসিম উদ্দিন তালুকদার (৪৬) , যুবলীগের কর্মী তেররতন শাহজালাল উপশহর এলাকার অন্তর খান (২৫), একই এলাকার মো. ফুল মিয়া (৪৫), স্বেচ্ছাসেবকলীগ নেতা ওসমানীনগরের নূরপুর এলাকার আমির উদ্দিন (৩০), একই এলাকার কামরুল ইসলাম  কালু (২৭), আওয়ামী লীগের দাউদপুর ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি মোগলাবাজার থানার তুরুকখলা এলাকার মো. আকমল আলী (৫২), আওয়ামী লীগ কর্মী সিলেট নগরীর বালুচর এলাকার মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), সাবেক এমপি হাবিবুর রহমানের ভাগিনা এবং বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী হইদরপুর গ্রামের কসুদ মিয়া চৌধুরী লিপন (৩৮), গোয়াইনঘাটের ৬ নম্বর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফতেহপুর ৫ম খন্ড এলাকার আব্দুল্লাহ আল রহমান (৪০), কানাইঘাটের খালেরপাড় এলাকার সৈয়দ গোলাম আলী (৫০) এবং সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা ফয়সাল (৪২)।

এদের মধ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে