logo
খবর

চাঁদপুরে প্রবাসী দেশে এসেই ডাকাতের কবলে, ৫০ লাখ টাকার মালপত্র লুট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
চাঁদপুরে প্রবাসী দেশে এসেই ডাকাতের কবলে, ৫০ লাখ টাকার মালপত্র লুট
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাত দলের আক্রমণে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে প্রবাস থেকে দেশে ফেরা এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

খবর আজকের পত্রিকার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ মজুপুর কাজীবাড়ীর খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তাঁর মা নুরজাহান বেগম মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে ডাকাত দল একটি পিকআপ ভ্যান দিয়ে গাড়িটির গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ হামলা করে।

এ সময় ডাকাতেরা মাইক্রোবাসটি ভাঙচুর করে ১০ ভরি সোনা, ৩০ হাজার ইউএস ডলার, কিছু টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। প্রবাসী জাহাঙ্গীরের সঙ্গে থাকা চাচা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়কে এক মাসে ৩ প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।

সূত্র: আজকের পত্রিকা

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

২ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৪ ঘণ্টা আগে