
বিডিজেন ডেস্ক

দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারি জিতেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ সুলতান ফাহাদ (২০)। সেই লক্ষ্যে ঘাটাইলের সাগরদিঘি বাজারে একটি প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখতে যেতেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
খবর প্রথম আলো অনলাইনের।
স্বজন ও এলাকাবাসীরা আফসোস করে বলছেন, স্বপ্নবাজ এই তরুণের আর কোরিয়া যাওয়া হলো না। দুর্ঘটনায় ফাহাদের আরেক ভাই শাহ পরান গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ ও পরান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফাহাদ ও পরান সাগরদিঘি বাজারে কোরিয়ান ভাষার ক্লাস করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে কামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই শাহ পরান সামান্য আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজ (শুক্রবার) সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, শাহ সুলতান এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: প্রথম আলো

দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারি জিতেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ সুলতান ফাহাদ (২০)। সেই লক্ষ্যে ঘাটাইলের সাগরদিঘি বাজারে একটি প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখতে যেতেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
খবর প্রথম আলো অনলাইনের।
স্বজন ও এলাকাবাসীরা আফসোস করে বলছেন, স্বপ্নবাজ এই তরুণের আর কোরিয়া যাওয়া হলো না। দুর্ঘটনায় ফাহাদের আরেক ভাই শাহ পরান গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ ও পরান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফাহাদ ও পরান সাগরদিঘি বাজারে কোরিয়ান ভাষার ক্লাস করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে কামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই শাহ পরান সামান্য আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজ (শুক্রবার) সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, শাহ সুলতান এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: প্রথম আলো
ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।
লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
১ দিন আগে