logo
খবর

মালয়েশিয়ায় আবার শ্রমবাজার খোলার আশা

প্রতিবেদক, বিডিজেন১৩ মে ২০২৫
Copied!
মালয়েশিয়ায় আবার শ্রমবাজার খোলার আশা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ছবি: সংগৃহীত

প্রায় এক বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী ১৪ মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধিদল। ২১ মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা।

বাংলাদেশ প্রতিনিধিদলের মালয়েশিয়া সফরের প্রেক্ষাপটে আশাবাদী এ খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকার যেন কর্মী স্বার্থ রক্ষা করেই নতুন চুক্তি করে। অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি সিন্ডিকেটমুক্ত শ্রমবাজারের দাবি রিক্রুটিং এজেন্সির। তারা বলছেন, দর কষাকষিতে শক্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে।

এদিকে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যা নয়, মানের দিকে জোর দেওয়ায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০১২ সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশির ভাগই দুই দেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। মধ্যস্বত্বভোগীদের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো কর্মী। ২০২১ সালের চুক্তিতে রিুক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা যায় মালয়েশিয়ার হাতে। নির্বাচিত ১০১ এজেন্সির সিন্ডিকেট অভিবাসন ব্যয়কে নিয়ে যায় সাড়ে ৫ লাখে। আর মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক কর্মী।

রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট মুক্ত হলে কমবে অভিবাসন ব্যয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘বিএমইটি একটি ডেটা ব্যাংক তৈরি করবে, সেখান থেকে এজেন্সি লোক বাছাই করবে। টাকা যাবে ব্যাংকে। পুরো খরচ দেড় লাখের থেকে ২ লাখের মধ্যে হতে পারে। আগের ব্যক্তিরাই আবারও সিন্ডিকেটের চেষ্টা করছে। তারাই নামে বেনামে অপচেষ্টা করছে। সিন্ডিকেট হলে সরকারের প্রতি আস্থা কমে যাবে।’

মালয়েশিয়ার সঙ্গে নতুন চুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ দিয়েছন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে বিভিন্ন অংশীজনের সঙ্গে। 

অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া বলেন, ‘অনেক কর্মী কিন্তু এখনো সেখানে কর্মহীন আছে। সংখ্যা চেয়ে কোয়ালিটি অভিবাসন গুরুত্বপূর্ণ। তাদের সমস্যার সমাধান না করে নতুন দায়িত্ব নেওয়া। এরা যখন ডিপোর্ট হয়ে ফেরত আসবে, তখন সরকারের জন্যই চাপ হবে। সরকার যদি কোনো চাপে পড়ে সিদ্ধান্ত নেয়, সেটি তার মোরাল গ্রাউন্ডকে নষ্ট করবে।’ 

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে