ভারত-পাকিস্তান সংঘাত
প্রতিবেদক, বিডিজেন
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারতে ব্লক করা হয়েছে বাংলাদেশের চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল। এগুলো হলো—একাত্তর টিভি, বাংলাভিশন, যমুনা টিভি ও মোহনা টিভি। আজ শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে ভারতে এই চারটি চ্যানেলের ব্যাপারে পদক্ষেপ নেয় ইউটিউব। খবরটি জানিয়েছে, তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিল্যাব।
ডিসমিল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেল এখন থেকে ভারতে দেখা যাবে না। ভারত থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসছে। সেখানে লেখা, ‘এই কন্টেন্টটি এই মুহূর্তে এ দেশে প্রবেশযোগ্য নয়। এটি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারী আদেশের আওতায় আছে।’
২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৭ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত সেই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে আসছে। ঘটনার পর থেকে পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল ভারতে সরকারী নির্দেশে ব্লক করা হয়েছে। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও অন্যান্য সেলিব্রিটিদের নিজস্ব ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়েছে। এর মধ্যে আছে ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারের মতো ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল। গত ৬ মে দিবাগত রাতে পেহেলগাঁওয়য়ের ঘটনার ‘জবাব’ হিসেবে পাকিস্তানের আজাদ কাশ্মীরে শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। তারা সেটির নাম দিয়েছে ‘অপারেশন সোহাগ রাত।’
ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারতে ব্লক করা হয়েছে বাংলাদেশের চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল। এগুলো হলো—একাত্তর টিভি, বাংলাভিশন, যমুনা টিভি ও মোহনা টিভি। আজ শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে ভারতে এই চারটি চ্যানেলের ব্যাপারে পদক্ষেপ নেয় ইউটিউব। খবরটি জানিয়েছে, তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিল্যাব।
ডিসমিল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেল এখন থেকে ভারতে দেখা যাবে না। ভারত থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসছে। সেখানে লেখা, ‘এই কন্টেন্টটি এই মুহূর্তে এ দেশে প্রবেশযোগ্য নয়। এটি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারী আদেশের আওতায় আছে।’
২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৭ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত সেই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে আসছে। ঘটনার পর থেকে পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল ভারতে সরকারী নির্দেশে ব্লক করা হয়েছে। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও অন্যান্য সেলিব্রিটিদের নিজস্ব ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়েছে। এর মধ্যে আছে ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারের মতো ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল। গত ৬ মে দিবাগত রাতে পেহেলগাঁওয়য়ের ঘটনার ‘জবাব’ হিসেবে পাকিস্তানের আজাদ কাশ্মীরে শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। তারা সেটির নাম দিয়েছে ‘অপারেশন সোহাগ রাত।’
ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।