
প্রতিবেদক, বিডিজেন

আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৫ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট ৮টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।
৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, অন্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।
এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।

আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৫ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট ৮টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।
৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, অন্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।
এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।