logo
খবর

ছাগলকাণ্ডের সেই মতিউর রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে

প্রতিবেদক, বিডিজেন১৫ জানুয়ারি ২০২৫
Copied!
ছাগলকাণ্ডের সেই মতিউর রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে
মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। ছবি: সংগৃহীত

‘ছাগলকাণ্ডে’ বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার দুটি পৃথক আদালত এই নির্দেশ দেন। বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। বাড্ডা থানায় দায়ের করা অস্ত্র মামলায় মতিউর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ওই থানার এসআই রুবেল মিয়া। অন্যদিকে মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকিকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আজ সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

লায়লা কানিজ কারাগারে

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন লায়লা কানিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় এজাহারনামীয় আসামি লায়লা কানিজ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি রিমান্ড আবেদনের ওপর ১৯ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৬ জানুয়ারি পৃথক তিনটি মামলা করে দুদক।

মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছিল দুদক। পরে তাঁরা সম্পদ বিবরণী জমা দেন। দুদকের অনুসন্ধান ও তাঁদের সম্পদ বিবরণী পর্যালোচনা করে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।

মতিউর রিমান্ডে

মতিউর রহমানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রীকে আটক করার সময় তাঁর বাড়িতে একটি শটগান ও ২৪টি গুলি পাওয়া যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, এটি লাইসেন্স করা অস্ত্র। কিন্তু তিনি লাইসেন্স নবায়ন করেননি। এ ছাড়া, ২৫টি গুলি তিনি নিয়েছিলেন। একটি গুলি নেই। এইগুলো কোথায়, কী হলো—তা জানার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের নেওয়ার পক্ষে শুনানি করে। তবে আদালতের অনুমতি নিয়ে মতিউর রহমান নিজেও কথা বলেন। তিনি আদালতকে বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। আগের সরকার ছাগল–কাণ্ডের ঘটনা সাজিয়ে তাঁকে নাস্তানাবুদ করেছে। কাল্পনিক কাহিনি সাজিয়ে তাঁকে হেনস্তা করেছে।

মতিউর রহমান আরও বলেন, শটগানটি নিজে কিনেছেন। এটি লাইসেন্স করা। কিন্তু নবায়ন করা হয়নি। আর একটি গুলি তিনি পরীক্ষামূলকভাবে নষ্ট করেছেন। তিনি বলেন, ‘আমি সবকিছু জানিয়ে দিলাম আমাকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই।’ পরে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ছাগল–কাণ্ডের মতিউর ও তাঁর পরিবারের সম্পদ দুই দফায় ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেন ঢাকার আদালত। বিপুল পরিমাণ সম্পদ ক্রোক ও ১৯টি কোম্পানিতে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

মতিউর ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

এর আগে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে রাজধানী ঢাকার বসুন্ধরা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই দম্পতি, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৬ জানুয়ারি পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর এবং তাঁর দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করে দুদক।

এর আগে ২০২৪ সালে কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তাঁর বিলাসী জীবনযাপনের নানা তথ্য আলোচনায় আসে।

এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।

ওই বছরের ২৩ জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ২৫ জুন মতিউর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে