logo
খবর

ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ

প্রতিবেদক, বিডিজেন১২ মার্চ ২০২৫
Copied!
ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ
মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। কোলাজ

ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। গত সোমবার (১০ মার্চ) প্রকাশ পেয়েছে এবারের মনোনয়নের তালিকা। তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন শিল্পী। জয়া আহসানের সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এ নিয়ে টানা সপ্তমবারের মতো মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন জয়া আহসান।

‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা ৭ বার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে ৪টি ফিল্মফেয়ার। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন কৌশানী মুখার্জি (বহুরূপী), অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য), ঐন্দ্রিলা সেন (মির্জা) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের আরেক অভিনেতা মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

এ বিভাগে চঞ্চল ও মোশাররফের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন), আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে