logo
খবর

কবিতা: সমীকরণ

শরীফুল আলম
শরীফুল আলম২৩ অক্টোবর ২০২৫
Copied!
কবিতা: সমীকরণ
ছবি: এআই দিয়ে তৈরি

স্বচ্ছ সাবলীল নদীই থাকতে চেয়েছিলাম,

না প্লাবন, না সুনামি

ভাগফলে ভাগশেষ

তবে বেশির ভাগই, অমিলে ভরা

তাই তলানিতে হাহাকার

যার অণুঘটক তুমিই,

অথচ তুমিই ছিলে রোদেলা নির্যাস।


আজ পড়ন্ত সোনালি

এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে

এখনো জোছনাকে চাঁদের আলোই বলি

এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি

কত স্বাদ ছিল, কত বাঁধ ছিল, বাঁধ ভাঙ্গার কত ইচ্ছে ছিল

তবুও আমরা ছিলাম সংযত।


রাতের শেষ প্রহর

তখনো নক্ষত্রের আলো জ্বলছিল,

হঠাৎ ভাঙ্গা জলের ওপর তোমার ছবি

সময়ের স্তূপ ভেদ করে তখনো ধোঁয়া উঠছিল

আমি তার ভেতর শূন্যতার এক অবিরাম পতন দেখলাম,

তার চোখে অসমাপ্ত স্বপ্ন ছিল

বুকে আগামীর প্রতিধ্বনি ছিল

বাকি অর্ধেক শেষ হওয়ার গল্প,

অনেকটা টাইমলাইনের মতো

যেমন থাকে ফ্লাইট ডাটার চিহ্ন ‘অ্যাঙ্গেল অব অ্যাটাক’

কাঙ্ক্ষিত সব প্রশ্ন,

অসম্পূর্ণ কত বাক্য,

ককপিট ভয়েস রেকর্ড

আমি তার আলটিমিটার শেষ গণনা করতে পারিনি

শুধু নেভিগেশন গ্রাফ

খসড়া করে নিয়ে এসেছি

অসমাপ্ত সমীকরণ যা আজও আদিম এক প্রশ্ন হয়ে ঝুলে আছে শূন্যের গায়ে।


*লেখক বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার কর্পোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি

ইমেইল: [email protected]

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

১ দিন আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

১ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে