logo
খবর

কবিতা: সমীকরণ

শরীফুল আলম
শরীফুল আলম১১ দিন আগে
Copied!
কবিতা: সমীকরণ
ছবি: এআই দিয়ে তৈরি

স্বচ্ছ সাবলীল নদীই থাকতে চেয়েছিলাম,

না প্লাবন, না সুনামি

ভাগফলে ভাগশেষ

তবে বেশির ভাগই, অমিলে ভরা

তাই তলানিতে হাহাকার

যার অণুঘটক তুমিই,

অথচ তুমিই ছিলে রোদেলা নির্যাস।


আজ পড়ন্ত সোনালি

এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে

এখনো জোছনাকে চাঁদের আলোই বলি

এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি

কত স্বাদ ছিল, কত বাঁধ ছিল, বাঁধ ভাঙ্গার কত ইচ্ছে ছিল

তবুও আমরা ছিলাম সংযত।


রাতের শেষ প্রহর

তখনো নক্ষত্রের আলো জ্বলছিল,

হঠাৎ ভাঙ্গা জলের ওপর তোমার ছবি

সময়ের স্তূপ ভেদ করে তখনো ধোঁয়া উঠছিল

আমি তার ভেতর শূন্যতার এক অবিরাম পতন দেখলাম,

তার চোখে অসমাপ্ত স্বপ্ন ছিল

বুকে আগামীর প্রতিধ্বনি ছিল

বাকি অর্ধেক শেষ হওয়ার গল্প,

অনেকটা টাইমলাইনের মতো

যেমন থাকে ফ্লাইট ডাটার চিহ্ন ‘অ্যাঙ্গেল অব অ্যাটাক’

কাঙ্ক্ষিত সব প্রশ্ন,

অসম্পূর্ণ কত বাক্য,

ককপিট ভয়েস রেকর্ড

আমি তার আলটিমিটার শেষ গণনা করতে পারিনি

শুধু নেভিগেশন গ্রাফ

খসড়া করে নিয়ে এসেছি

অসমাপ্ত সমীকরণ যা আজও আদিম এক প্রশ্ন হয়ে ঝুলে আছে শূন্যের গায়ে।


*লেখক বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার কর্পোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি

ইমেইল: [email protected]

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

১ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

১ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৫ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৫ দিন আগে