logo
খবর

লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৫
Copied!
লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার নেতা শাহীন আলম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, শাহীন আলম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহীন আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করেন শাহীন আলম। সেই হত্যা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত শাহীন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন। গতকাল (সোমবার) রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর শাহীনের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় আহত হয় অন্তত ৩০০ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

২ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৪ ঘণ্টা আগে