logo
খবর

মাইজদীর হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ জানুয়ারি ২০২৫
Copied!
মাইজদীর হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান
নোয়াখালী শহরের মাইজদী-সোনাপুর মহাসড়কের হকার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া একটি দোকান। রক্ষা করা যায়নি কোনো মালামাল। রোববার (১২ জানুয়ারি) সকালের দৃশ্য। ছবি: প্রথম আলো

নোয়াখালী জেলা শহর মাইজদীতে আগুন লেগে পুড়ে গেছে ১২টি দোকান। গতকাল শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের গণপূর্ত ভবনের বিপরীতে মাইজদী-সোনাপুর মহাসড়কের পশ্চিম পাশে হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

খবর প্রথম আলোর।

আজ রোববার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত পৌনে ১২টার দিকে গণপূর্ত ভবনের পশ্চিমে হকার্স মার্কেটের ভেতরে একটি ছাপাখানার পাশের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে দ্রুত মাইজদী ফায়ার স্টেশনের ২টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আরও ১১টি ইউনিট। আশপাশের এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

একই সময় পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুকের নির্দেশে সুধারাম থানা-পুলিশ ও জেলা পুলিশ লাইনস থেকে পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে সহায়তা করে তারা।

আগুনে মহাসড়কের পার্শ্ববর্তী খান স্টোর (ক্রোকারিজ), রিকশা অ্যান্ড সাইকেল মার্ট, পেন্সি প্রেস, লাকি স্টোর, এম এইচ টয়েস বেগ ওয়ার্ল্ড, পিজ্জা টাউন, অরুণ দন্ত চিকিৎসালয়, মডার্ন গ্যালারি, নূপুর মার্কেটের ভাই ভাই হোটেলসহ কমপক্ষে ১২টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, পুড়ে গেছে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের টাওয়ারের যন্ত্রাংশও।

ক্ষতিগ্রস্ত খান স্টোরে কর্মরত মো. সালভিন প্রথম আলোকে বলেন, তাদের দোকানের মালিকের নাম সালাউদ্দিন। আগুনে তাদের কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কিছুই উদ্ধার করতে পারেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাইজদী স্টেশনের ইনচার্জ আবদুল কাদের চৌধুরী বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা গিয়ে কাজ শুরু করেন। এরপর জেলার বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১২টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর তিনি সুধারাম থানা-পুলিশকে ঘটনাস্থলে পাঠান। একই সঙ্গে জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। তিনি নিজেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে সহায়তায় এগিয়ে আসতে অনুরোধ করেন।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

১ দিন আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

১ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে