পাকিস্তানে ভারতের হামলা
বিডিজেন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা করে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে কাশ্মীরসংলগ্ন ভারতের কয়েকটি সেনা ঘাঁটিতেও হামলা করেছে পাকিস্তান। এই সময় পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের ২ ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে পাকিস্তানে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ফাস্ট বোলার নাহিদ রানা। এ মৌসুমে পিএসএলে খেলার জন্য বিসিবি তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়পত্র দেয়। রিশাদ, রানার সঙ্গে ছাড়পত্র পান ব্যাটসম্যান লিটন দাসও। কিন্তু পিএসএলের আগেই চোটে পড়ায় তাঁর সেখানে যাওয়া হয়নি। রিশাদ লাহোর কালান্দার্স ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলছেন।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছে। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের ২ ক্রিকেটারের সঙ্গে বিসিবি যোগাযোগ রাখছে। পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর বরাতে বাংলাদেশের একটি গণমাধ্যম তথ্যটি জানিয়েছে। বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে ২ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনবে বোর্ড।
এদিকে এ মাসেই ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরের কথা আছে বাংলাদেশে ক্রিকেট দলের। এই পরিস্থিতিতে সফরটি আদৌ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিসিবি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা করে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে কাশ্মীরসংলগ্ন ভারতের কয়েকটি সেনা ঘাঁটিতেও হামলা করেছে পাকিস্তান। এই সময় পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের ২ ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে পাকিস্তানে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ফাস্ট বোলার নাহিদ রানা। এ মৌসুমে পিএসএলে খেলার জন্য বিসিবি তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়পত্র দেয়। রিশাদ, রানার সঙ্গে ছাড়পত্র পান ব্যাটসম্যান লিটন দাসও। কিন্তু পিএসএলের আগেই চোটে পড়ায় তাঁর সেখানে যাওয়া হয়নি। রিশাদ লাহোর কালান্দার্স ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলছেন।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছে। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের ২ ক্রিকেটারের সঙ্গে বিসিবি যোগাযোগ রাখছে। পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর বরাতে বাংলাদেশের একটি গণমাধ্যম তথ্যটি জানিয়েছে। বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে ২ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনবে বোর্ড।
এদিকে এ মাসেই ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরের কথা আছে বাংলাদেশে ক্রিকেট দলের। এই পরিস্থিতিতে সফরটি আদৌ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিসিবি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।