বিডিজেন ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ায় আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এরপর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে। জাতীয় পার্টি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে।
বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে ছাত্রদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বলে দাবি করেন তিনি।
জি এম কাদের বলেন, ‘তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলাগুলোতে জাতীয় পার্টি নেতাদের অভিযুক্ত করে হয়রানি করা হচ্ছে। এ অন্যায় আমরা মেনে নেব না।’
তিনি জানান, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন। অথচ রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাতীয় পার্টির অন্তত ৩৩ জন নেতা–কর্মী অভিযুক্ত হয়েছেন। তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে জেল খাটছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনলাইন কর্মীদের সঙ্গে এবং ঢাকা বিভাগীয় জেলার নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় জি এম কাদের এসব কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জি এম কাদের বলেন, ‘২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে সঙ্গে সঙ্গে ছাত্রদের পাশে দাঁড়ায় জাতীয় পার্টি। ১ জুলাই রাজপথে ছাত্রদের আন্দোলন শুরু হয়। ৩ জুলাই দ্বাদশ সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় আমি বলেছিলাম, সরকারি চাকরিতে কোটাপদ্ধতির মাধ্যমে বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের প্রক্রিয়া ধ্বংস করা হচ্ছে। কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনই মঙ্গল বয়ে আনে না।’
জি এম কাদের বলেন, ‘দেশের মানুষ কষ্টে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, বেড়েছে বেকারত্বের সমস্যা। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চাই, যাতে তারা গ্রহণযোগ্য একটি নির্বাচন শুধু নয়, একটি পরিবর্তিত রাষ্ট্রকাঠামো ও সংশোধিত শাসনব্যবস্থা উপহার দিতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে মানুষের জানমালের নিরাপত্তা ও খাওয়া-পরার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ায় আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এরপর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে। জাতীয় পার্টি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে।
বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে ছাত্রদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বলে দাবি করেন তিনি।
জি এম কাদের বলেন, ‘তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলাগুলোতে জাতীয় পার্টি নেতাদের অভিযুক্ত করে হয়রানি করা হচ্ছে। এ অন্যায় আমরা মেনে নেব না।’
তিনি জানান, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন। অথচ রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাতীয় পার্টির অন্তত ৩৩ জন নেতা–কর্মী অভিযুক্ত হয়েছেন। তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে জেল খাটছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনলাইন কর্মীদের সঙ্গে এবং ঢাকা বিভাগীয় জেলার নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় জি এম কাদের এসব কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জি এম কাদের বলেন, ‘২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে সঙ্গে সঙ্গে ছাত্রদের পাশে দাঁড়ায় জাতীয় পার্টি। ১ জুলাই রাজপথে ছাত্রদের আন্দোলন শুরু হয়। ৩ জুলাই দ্বাদশ সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় আমি বলেছিলাম, সরকারি চাকরিতে কোটাপদ্ধতির মাধ্যমে বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের প্রক্রিয়া ধ্বংস করা হচ্ছে। কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনই মঙ্গল বয়ে আনে না।’
জি এম কাদের বলেন, ‘দেশের মানুষ কষ্টে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, বেড়েছে বেকারত্বের সমস্যা। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চাই, যাতে তারা গ্রহণযোগ্য একটি নির্বাচন শুধু নয়, একটি পরিবর্তিত রাষ্ট্রকাঠামো ও সংশোধিত শাসনব্যবস্থা উপহার দিতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে মানুষের জানমালের নিরাপত্তা ও খাওয়া-পরার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।