বিডিজেন ডেস্ক
বাংলাদেশের মহান বিজয় দিবস-২০২৪ এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও আনন্দসন্ধ্যা।
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এই বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দসন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের গণ-অভ্যুত্থান এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪–এর ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
এ পর্বে আলোচনা অনুষ্ঠানে কমিউনিটির পক্ষ থেকে প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম, মশিউর রহমান ও মো. ইমাম হোসেনসহ আরও কয়েকজন বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাহাত্ম্য আলোচনা করেন। তারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দূতাবাসের সঙ্গে এক হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে আনন্দসন্ধ্যা আয়োজনের জন্য দূতাবাসের সবাইকে ধন্যবাদ জানান।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটি থেকে দেশাত্নবোধক গান পরিবেশন করেন কাজি মহিউদ্দিন তাকি, মুনিম ইবনে জামান ও সোয়েব সাফওয়ান। কমিউনিটির শৌভিক দাস কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলানের গাওয়া গান Blowin' In The Wind গেয়ে সবাইকে বিমোহিত করেন।
বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান কবি শামসুর রাহমানের একটি কবিতা আবৃত্তি ও ওসমান গনি একটি দেশাত্নবোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনী বক্তব্যের শুরুতেই একটি আঞ্চলিক গান গেয়ে দর্শকেদের আনন্দ আরও বাড়িয়ে দেন। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে দূতাবাসের সেবার মান আরও বৃদ্ধির ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং উত্তরোত্তর বৃদ্ধিতে দূতাবাস নবোদ্যমে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। পরিশেষে তিনি সবাইকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত বাংলাদেশি অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে আঙ্কারার বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত গবেষক, বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দূতাবাস কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি
বাংলাদেশের মহান বিজয় দিবস-২০২৪ এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও আনন্দসন্ধ্যা।
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এই বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দসন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের গণ-অভ্যুত্থান এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪–এর ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
এ পর্বে আলোচনা অনুষ্ঠানে কমিউনিটির পক্ষ থেকে প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম, মশিউর রহমান ও মো. ইমাম হোসেনসহ আরও কয়েকজন বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাহাত্ম্য আলোচনা করেন। তারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দূতাবাসের সঙ্গে এক হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে আনন্দসন্ধ্যা আয়োজনের জন্য দূতাবাসের সবাইকে ধন্যবাদ জানান।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটি থেকে দেশাত্নবোধক গান পরিবেশন করেন কাজি মহিউদ্দিন তাকি, মুনিম ইবনে জামান ও সোয়েব সাফওয়ান। কমিউনিটির শৌভিক দাস কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলানের গাওয়া গান Blowin' In The Wind গেয়ে সবাইকে বিমোহিত করেন।
বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান কবি শামসুর রাহমানের একটি কবিতা আবৃত্তি ও ওসমান গনি একটি দেশাত্নবোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনী বক্তব্যের শুরুতেই একটি আঞ্চলিক গান গেয়ে দর্শকেদের আনন্দ আরও বাড়িয়ে দেন। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে দূতাবাসের সেবার মান আরও বৃদ্ধির ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং উত্তরোত্তর বৃদ্ধিতে দূতাবাস নবোদ্যমে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। পরিশেষে তিনি সবাইকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত বাংলাদেশি অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে আঙ্কারার বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত গবেষক, বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দূতাবাস কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।