প্রতিবেদক, বিডিজেন
বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট (ভ্রমণ) ভিসা। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই ভিসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানিয়েছেন, এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।
গতকাল রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের টানা কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভিসা ইস্যুতে অগ্রগতি এসেছে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে দলভিত্তিক (বাল্ক) ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এ ছাড়া, দক্ষ পেশাজীবীদের জন্য পুনরায় চালু হয়েছে অনলাইন এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা—যার আওতায় ইতিমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে।
আলহামুদি জানান, নিরাপত্তা খাতে নিয়োগের জন্য ইতিমধ্যে ৫০০ জনের ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১ হাজার জনের ভিসা অনুমোদনপ্রাপ্ত।
বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার কথাও জানান। বৈঠকের শেষে জানানো হয়, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।
বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট (ভ্রমণ) ভিসা। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই ভিসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানিয়েছেন, এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।
গতকাল রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের টানা কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভিসা ইস্যুতে অগ্রগতি এসেছে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে দলভিত্তিক (বাল্ক) ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এ ছাড়া, দক্ষ পেশাজীবীদের জন্য পুনরায় চালু হয়েছে অনলাইন এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা—যার আওতায় ইতিমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে।
আলহামুদি জানান, নিরাপত্তা খাতে নিয়োগের জন্য ইতিমধ্যে ৫০০ জনের ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১ হাজার জনের ভিসা অনুমোদনপ্রাপ্ত।
বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার কথাও জানান। বৈঠকের শেষে জানানো হয়, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।