সংবাদদাতা, সিলেট
সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাস-সংলগ্ন টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি। আগুনে টিলার ঘাস পুড়ে গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিড়ি বা সিগারেট খেয়ে কেউ হয়তো টিলায় ফেলেছিলেন। তাদের ধারণা, এ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে টিলার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আধা কিলোমিটার জায়গার ঘাস ও গুল্ম পুড়ে গেছে।
সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাস-সংলগ্ন টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি। আগুনে টিলার ঘাস পুড়ে গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিড়ি বা সিগারেট খেয়ে কেউ হয়তো টিলায় ফেলেছিলেন। তাদের ধারণা, এ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে টিলার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আধা কিলোমিটার জায়গার ঘাস ও গুল্ম পুড়ে গেছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।