logo
খবর

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কর্মকৌশলে যুগোপযোগী পরিবর্তন আনছে পিকেএসএফ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুন ২০২৫
Copied!
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কর্মকৌশলে যুগোপযোগী পরিবর্তন আনছে পিকেএসএফ

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের যাত্রা ত্বরান্বিত করতে পিকেএসএফের কর্মক্ষেত্র, কর্মপরিধি ও কর্মপন্থায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এর ফলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতি, প্রযুক্তিগত পরিবর্তন, দারিদ্র্য পরিস্থিতির বিবর্তনের সাথে তাল মিলিয়ে মানুষের বহুমুখী চাহিদা পূরণ সম্ভব হবে এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে।

এ লক্ষ্যে রোববার (২২ জুন) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক সভায় পিকেএসএফের সাধারণ পর্ষদ ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে খসড়া ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ উপস্থাপন করা হয়।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

2

সভায় জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের বিদ্যমান চাহিদার নিরীখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সময়ের পরিক্রমায় বিবর্তিত চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন নতুন কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করেছে শীর্ষ এ উন্নয়ন সংস্থা। এসব কার্যক্রম বাস্তবায়নের মান, কার্যকারিতা এবং ফলাফলের প্রেক্ষিতে পিকেএসএফ আজ দেশে-বিদেশে সমাদৃত। তবে, বিদ্যমান আর্থ-সামাজিক, প্রাযুক্তিক ও দারিদ্র্য পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুনত্ব আনার সুযোগ রয়েছে মনে করে পিকেএসএফ। এ লক্ষ্যেই ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ খসড়া কৌশলগত পরিকল্পনার ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান।

এর আগে, গত ১৭ জুন পিকেএসএফ ভবনে আয়োজিত ‘পিকেএসএফ কৌশল ২০৩০’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞবৃন্দ খসড়া এ কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা করেন। তারা পিকেএসএফের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং খসড়া কৌশলগত পরিকল্পনা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

বাস্তবায়িত হলে ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ দেশের সুবিধাবঞ্চিত, নিম্ন-আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন। কৌশলগত পরিকল্পনাটি আগামী ২৯ জুন অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

১৩ ঘণ্টা আগে

৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা মাহফুজ

৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা মাহফুজ

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

১ দিন আগে

সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্বে অভিনেত্রী বাঁধন ও সাবা

সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্বে অভিনেত্রী বাঁধন ও সাবা

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের বিনোদন জগতের শিল্পীদের মধ্যে তৈরি হয়েছে বিভাজন। সেই বিভাজনের রেশ এখনো কাটেনি। সুযোগ পেলেই একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পিছপা হচ্ছেন না অনেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল বিবাদে জড়িয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা।

১ দিন আগে

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একদল নাগরিককে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। একটি সামরিক বিমানে আজ শনিবার (২ আগস্ট) তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

১ দিন আগে