logo
খবর

জুলাইয়ের পর আমিরাতের ভিসা জটিল হয়েছে: পররাষ্ট্র মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০৫ ডিসেম্বর ২০২৪
Copied!
জুলাইয়ের পর আমিরাতের ভিসা জটিল হয়েছে: পররাষ্ট্র মুখপাত্র

নতুন ভিসা নীতি গ্রহণ করায় গত জুলাইয়ের পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশ তাদের ভিসা পলিসি গ্রহণ করে। জুলাইয়ের আগেই সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা পলিসি গ্রহণ করেছে। এতে জুলাইয়ের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। শুধু বাংলাদেশ নয় আরব আমিরাত আরও কিছু দেশের ক্ষেত্রেও ভিসা সংকুচিত করেছে।’

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। সরকারি হিসেবে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন। তবে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ২০২০ সালে ভিসা পুনরায় চালু হলেও শ্রম ভিসা বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসাও বন্ধ করে দেয় দেশটি।

ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘যেখানে স্বার্থটা বেশি, সেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা (ইউরোপ) রাখে বেশি। তারপরেও এখানে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস আছে। একেবারেই যে খারাপ আছে তা না।’

আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন বলেও ব্রিফিংয়ে জানান রফিকুল ইসলাম।

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

১ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে