বিডিজেন ডেস্ক
লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছে।
খবর আজকের পত্রিকার।
নিহতরা হচ্ছেন সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমণী মোহন এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। আহত অটোরিকশাচালক আজাদ হোসেনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমণী মোহনের চর আলী আহসান এলাকা থেকে ৩ যাত্রী নিয়ে অটোরিকশাটি লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের দিকে আসছিল। সড়কে ওঠার সময় মজুচৌধুরীরহাট থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
গুরুতর আহত অটোরিকশাটির চালক আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে ধরতে অভিযান চলছে।
সূত্র: আজতের পত্রিকা
লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছে।
খবর আজকের পত্রিকার।
নিহতরা হচ্ছেন সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমণী মোহন এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। আহত অটোরিকশাচালক আজাদ হোসেনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমণী মোহনের চর আলী আহসান এলাকা থেকে ৩ যাত্রী নিয়ে অটোরিকশাটি লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের দিকে আসছিল। সড়কে ওঠার সময় মজুচৌধুরীরহাট থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
গুরুতর আহত অটোরিকশাটির চালক আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে ধরতে অভিযান চলছে।
সূত্র: আজতের পত্রিকা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।