logo
খবর

ভারতে ‘ব্লকড’ ওয়াসিম আকরামরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ মে ২০২৫
Copied!
ভারতে ‘ব্লকড’ ওয়াসিম আকরামরা
ভারতে বন্ধ ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ভারতের কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে এরই মধ্যে নানা ব্যবস্থাও নিয়েছে তারা। এরমধ্যে আছে সিন্ধু নদের ৬০ বছরের পুরোনো পানিচুক্তি বাতিল। চলছে যুদ্ধের প্রস্তুতি। এর পাশাপাশি চলছে ডিজিটাল ক্র্যাকডাউনও। এর অংশ হিসেবে ভারতে পাকিস্তানের বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে। এই ব্লকের তালিকায় আছেন পাকিস্তানের ক্রিকেট তারকারাও।

ভারতে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, বাসিত আলী, রশিদ লতিফ, ইনজামাম-উল-হকদের ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এই তালিকায় আছেন বর্তমান ক্রিকেট তারকা বাবর আজম, নাসিম শাহ, হাসান আলী ও টেস্ট অধিনায়ক শান মাসুদের অ্যাকাউন্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে।

পাকিস্তানি এই ক্রিকেট তারকাদের ভারতীয় অনুসারীর সংখ্যা প্রচুর। ভারতে বসে কেউই এই তারকাদের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল দেখতে পারছেন না। গত বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে বর্শা নিক্ষেপে সোনাজয়ী পাকিস্তানি অ্যাথলেট আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করা হয়। ভারতের তরফ থেকে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই অ্যাকাউন্টগুলো সরকারি নির্দেশে ব্লক করা হয়েছে।’

সম্প্রতি ‘উসকানি ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর জন্য’ ভারতে পাকিস্তানের বেশ কিছু টেলিভিশন ও পত্রিকার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। যার মধ্যে আছে পাকিস্তানের ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ ও রাজি নামা ইউটিউব চ্যানেল।

আরও পড়ুন

ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী

ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী

জুলাই মাসে যুক্তরাষ্ট্র গেছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলী।

১২ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

২১ ঘণ্টা আগে

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ দিন আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

১ দিন আগে