বাংলাদেশের ফুটবলে প্রবাসী
প্রতিবেদক, বিডিজেন
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে শেফিল্ড ইউনাইটেড তারকা খেলেছেন ভারতের বিপক্ষে। এর মধ্যেই কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা বাংলাদেশি অরিজিন ফুটবলার শমিত সোম বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন। এ ব্যাপারে বড় অগ্রগতিই হয়েছে। কানাডীয় ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে শমিত সোমের ব্যাপারে অনাপত্তিপত্র পাঠিয়ে দিয়েছে।
শমিত কানাডা প্রিমিয়ার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলেন। তাঁর বাবা ও মা দুজনই বাংলাদেশি। ২৭ বছর বয়সী শমিতের জন্ম কানাডার এডমন্টনে। বাফুফে এরই মধ্যে শমিত ও তাঁর বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ পেয়ে গেছে। এ সপ্তাহেই কানাডার বাংলাদেশ কনসুলেটে গিয়ে তারা বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া শেষ করবেন। বাফুফে আগামী ১০ জুন ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হামজার সঙ্গে শমিতকে খেলানোর চেষ্টা করে যাচ্ছে। পাসপোর্ট হাতে পেলে শমিতের ব্যাপারে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হবে। তারা ছাড়পত্র দিলে শমিত পুরোপুরিই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে যাবেন।
হামজার ব্যাপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র এসেছিল পাসপোর্ট হাতে পাওয়ার পর। শমিত কানাডীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পেয়ে গেলেন পাসপোর্ট হওয়ার আগেই। তবে হামজার আবেদন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি নিষ্পত্তি করতে তিন মাসের বেশি সময় নিয়েছিল। গত বছর ডিসেম্বরে হামজা বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ফিফার অনুমতি পান।
এদিকে, বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের লিগে খেলা কিউবা মিচেলকে প্রস্তাব দেওয়ার পর তিনিও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে নিজের সম্মতি দিয়েছেন এপ্রিলেই। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড কিউবার মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। তাঁর পাসপোর্ট ইত্যাদির ব্যাপারে বাফুফে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা যে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন, তাতে নাম ছিল ইতালীয় সিরি ‘ডি’র দল অ্যালবিওর বাংলাদেশি অরিজিন ফুটবলার ফাহমিদুল ইসলামের। তবে চূড়ান্ত স্কোয়াডে তাঁকে বিবেচনা করা হয়নি। ফাহমিদুলের দলে না থাকা নিয়ে ভারত-ম্যাচের আগে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে শেফিল্ড ইউনাইটেড তারকা খেলেছেন ভারতের বিপক্ষে। এর মধ্যেই কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা বাংলাদেশি অরিজিন ফুটবলার শমিত সোম বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন। এ ব্যাপারে বড় অগ্রগতিই হয়েছে। কানাডীয় ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে শমিত সোমের ব্যাপারে অনাপত্তিপত্র পাঠিয়ে দিয়েছে।
শমিত কানাডা প্রিমিয়ার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলেন। তাঁর বাবা ও মা দুজনই বাংলাদেশি। ২৭ বছর বয়সী শমিতের জন্ম কানাডার এডমন্টনে। বাফুফে এরই মধ্যে শমিত ও তাঁর বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ পেয়ে গেছে। এ সপ্তাহেই কানাডার বাংলাদেশ কনসুলেটে গিয়ে তারা বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া শেষ করবেন। বাফুফে আগামী ১০ জুন ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হামজার সঙ্গে শমিতকে খেলানোর চেষ্টা করে যাচ্ছে। পাসপোর্ট হাতে পেলে শমিতের ব্যাপারে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হবে। তারা ছাড়পত্র দিলে শমিত পুরোপুরিই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে যাবেন।
হামজার ব্যাপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র এসেছিল পাসপোর্ট হাতে পাওয়ার পর। শমিত কানাডীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পেয়ে গেলেন পাসপোর্ট হওয়ার আগেই। তবে হামজার আবেদন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি নিষ্পত্তি করতে তিন মাসের বেশি সময় নিয়েছিল। গত বছর ডিসেম্বরে হামজা বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ফিফার অনুমতি পান।
এদিকে, বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের লিগে খেলা কিউবা মিচেলকে প্রস্তাব দেওয়ার পর তিনিও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে নিজের সম্মতি দিয়েছেন এপ্রিলেই। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড কিউবার মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। তাঁর পাসপোর্ট ইত্যাদির ব্যাপারে বাফুফে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা যে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন, তাতে নাম ছিল ইতালীয় সিরি ‘ডি’র দল অ্যালবিওর বাংলাদেশি অরিজিন ফুটবলার ফাহমিদুল ইসলামের। তবে চূড়ান্ত স্কোয়াডে তাঁকে বিবেচনা করা হয়নি। ফাহমিদুলের দলে না থাকা নিয়ে ভারত-ম্যাচের আগে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।