logo
খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘরে-বাইরে গ্রেপ্তারি পরোয়ানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘরে-বাইরে গ্রেপ্তারি পরোয়ানা
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আজ ২১ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরোয়ানা দেশটির প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্টের বিরুদ্ধেও জারি করা হয়েছে। গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি এই পরোয়ানা জারি করে। একই সঙ্গে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।

এই পরোয়ানা জারির পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমেরিকাসহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তারা বলছে, আইসিসির এই পদক্ষেপ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার খর্ব করছে। অন্যদিকে, ইউরোপের বেশ কিছু দেশ আইসিসির সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ বিচারব্যবস্থা এই অভিযোগগুলো কার্যকরভাবে তদন্তে ব্যর্থ হয়েছে। যদিও ইসরায়েল দাবি করেছে, তাদের নিজস্ব বিচারব্যবস্থা যথেষ্ট সক্ষম।

এই ঘটনা শুধু নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্যই নয়, বরং আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য হচ্ছে। তবে, ইসরায়েল আইসিসির সদস্য নয় এবং এই পরোয়ানা কার্যকর করা নিয়ে আইনি ও রাজনৈতিক জটিলতা বিদ্যমান। বিশেষজ্ঞরা বলছেন, এই পরোয়ানা আন্তর্জাতিক আইনের কার্যকারিতা এবং প্রভাব বাড়ানোর ক্ষেত্রে একটি পরীক্ষাস্বরূপ হতে পারে।

দেশেও নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইসরায়েলি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তবে কিছু দিন আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আদালতের রায় তাকে জটিল পরিস্থিতির মুখোমুখি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সে দেশের আদালত। এই পরোয়ানা কেবল তার ব্যক্তিগত ও রাজনৈতিক ক্যারিয়ারের জন্যই নয়, বরং পুরো ইসরায়েলি রাজনীতির জন্যই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত তিনটি দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলায় তাকে ধনবান ব্যবসায়ীদের কাছ থেকে বিলাসবহুল উপহার নেওয়া, মিডিয়া সংস্থার সঙ্গে অনৈতিক সমঝোতা এবং তার পরিবারকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটি মামলায় তাকে মিডিয়া জগতের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে তার সরকারের পক্ষে ইতিবাচক প্রচারের বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়।

২০১৯ সালে এই মামলাগুলো আদালতে তোলা হলেও, নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি চক্রান্ত। তবে আদালত ও তদন্তকারী সংস্থাগুলো দাবি করছে যে, তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের বিচার ব্যবস্থার শক্তিশালী অবস্থানের প্রতীক। এটি প্রমাণ করে যে, ইসরায়েলের বিচার বিভাগ এমনকি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর রাজনীতিবিদকেও আইনের ঊর্ধ্বে স্থান দেয় না। তবে এই পরোয়ানা জারি করার সঙ্গে সঙ্গে ইসরায়েলে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়।

নেতানিয়াহুর সমর্থকরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। তারা দাবি করছেন যে, নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে তার জনপ্রিয়তায় আঘাত হানার চেষ্টা চলছে। অপরদিকে, বিরোধীরা বলছেন, এই পরোয়ানা দেশের আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নেতানিয়াহুর বিরুদ্ধে এ ধরনের আইনি ব্যবস্থা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বিভাজন আরও বাড়িয়ে তুলেছে। তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। এর পাশাপাশি, এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইসরায়েলের বিচার ব্যবস্থা যে নিরপেক্ষ, তা প্রমাণ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

এই পরিস্থিতিতে, নেতানিয়াহু আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি হয়তো আপিল করবেন এবং আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাবেন। তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তার অবস্থান কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা এখনই বলা কঠিন।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের রাজনীতি এবং বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে দৃঢ় করতে পারে। তবে এর ফলে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের বর্তমান যুদ্ধাংদেহী মনোভাব অনেকটাই নেতানিয়াহুর দেশের ভেতরে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের অংশ বলে অনেকে মনে করেন।

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

১ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৪ ঘণ্টা আগে