
বিডিজেন ডেস্ক

লক্ষ্মীপুরে বিএনপির যুব সংগঠন যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর জখম ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর আজকের পত্রিকার।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সদর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তাঁর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত জাকির হোসেনকে প্রথমে সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি যুবদলের সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি।
এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি মহসিন কবির স্বপন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে মিরিকপুর বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। এ সময় বাজারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেছেন, আহত জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিএনপির যুব সংগঠন যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর জখম ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর আজকের পত্রিকার।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সদর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তাঁর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত জাকির হোসেনকে প্রথমে সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি যুবদলের সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি।
এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি মহসিন কবির স্বপন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে মিরিকপুর বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। এ সময় বাজারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেছেন, আহত জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।
লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
২ দিন আগে