logo
খবর

রাঙ্গুনিয়া থেকে হাটহাজারীর চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযুক্ত গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৫
Copied!
রাঙ্গুনিয়া থেকে হাটহাজারীর চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর চাঞ্চল্যকর হত্যা মামলার এক অভিযুক্তকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ ২৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন হাটহাজারী উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার ওই অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়রি না তার। অবশেষে রাঙ্গুনিয়ায় পালিয়ে থাকা অবস্থায় র‍্যাব-৭ এর অভিযানে গ্রেফতার হলেন তিনি।

তার নাম মো. ইব্রাহিম প্রকাশ বাবুল প্রকাশ বুলক্যা। সে হাটহাজারী উপজেলার বারিয়া খোলা এলাকার সিরাজুল হকের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, রোববার (৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ খবর পায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত অভিযুক্ত ইব্রাহিম রাঙ্গুনিয়ায় আত্মগোপনে রয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে উপজেলার দক্ষিণ নিশ্চিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্রতারকৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৯ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, রোববার সন্ধ্যার দিকে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলার পরোয়ানা রয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

৬ ঘণ্টা আগে

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন করা হবে: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন করা হবে: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৭ ঘণ্টা আগে

ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম

ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

২১ ঘণ্টা আগে