
বিডিজেন ডেস্ক

ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ বাজার–সংলগ্ন নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তামিম ও হাসান নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
খবর প্রথম আলোর।
নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের সমশেরপুর এলাকার বাসিন্দা। তিনি দেড় মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আহত তামিম একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং হাসান দরবেশ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন তামিম, মেহেদী ও হাসান। নবাবগঞ্জ বাজার পার হয়ে মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদীর মা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে আমার ছেলেকে ঘুরতে নিয়ে শেষ করল?’
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো

ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ বাজার–সংলগ্ন নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তামিম ও হাসান নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
খবর প্রথম আলোর।
নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের সমশেরপুর এলাকার বাসিন্দা। তিনি দেড় মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আহত তামিম একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং হাসান দরবেশ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন তামিম, মেহেদী ও হাসান। নবাবগঞ্জ বাজার পার হয়ে মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদীর মা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে আমার ছেলেকে ঘুরতে নিয়ে শেষ করল?’
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।