logo
খবর

এবার জে. আজিজের দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ অক্টোবর ২০২৪
Copied!
এবার জে. আজিজের দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল

নাম বদলে অসত্য তথ্য দেওয়ায় পাসপোর্ট বাতিল করা হয়েছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের। নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয়পত্র বাতিলের পরদিন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ২৫ সেপ্টেম্বর তাদের পাসপোর্ট বাতিল করেছে।

বিডিনিউজের এক সংবাদে বলা হয়, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু বলেছেন, অধিদপ্তরের এক আদেশেই দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

এর আগে জালিয়াতির অভিযোগে হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের তথ্য গত ২৪ সেপ্টেম্বর দিয়েছিল নির্বাচন কমিশন।

পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু বলেন, হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ তাদের প্রকৃত নাম হলেও তারা তথ্য গোপন করে যথাক্রমে মোহাম্মদ হাসান ও তানভীর আহমেদ তানজীল নামে পাসপোর্ট নেন। এ দুটি পাসপোর্টের মেয়াদ ছিল ২০৩০ সাল পর্যন্ত।

বাতিলের আদেশে বলা হয়েছে, অসত্য তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭(২)(খ) ক্ষমতা বলে বাতিল করার কথা বলা হয়েছে।

হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। পাসপোর্ট অধিদপ্তর এ দুই নামে করা পাসপোর্টগুলো বাতিল করে।

মোহাম্মদ হাসান নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ৬ জুন ১৯৬৬ সাল। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ইস্যু করা এ পাসপোর্টের মেয়াদ ২০৩০ সালে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

অন্যদিকে তানভীর আহমেদ তানজীল নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৬৭ সালের ২৩ অগাস্ট। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর ইস্যু করা এ পাসপোর্টের মেয়াদও ১০ বছর, ২০৩০ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত।

হারিস নাম বদলে বানানো পাসপোর্টে পিতার নাম সোলায়মান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম দিয়েছে। স্থায়ী ঠিকানা রয়েছে ঢাকার নুরজাহান রোডে আর ২৮ নম্বর বাড়ি।

অন্যদিকে জোসেফের নাম পরিবর্তন করে বানানো পাসপোর্টে পিতার নাম সোলায়মান সরকার থাকলেও মায়ের নাম ফাতেমা বেগম রয়েছে। আর ঠিকানা রয়েছে মিরপুর ডিওএইচএস’র ২ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট।

প্রকৃত অর্থে তাদের বাবার নাম আব্দুল ওয়াদুদ এবং মায়ের নাম রেনুজা বেগম। রেনুজা বেগম তার এ নাম দিয়ে জোসেফের সাজা মওকুফ করার জন্য আবেদন করেছিলেন।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, হারিছ আহমেদ ২০১৪ সালে মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন।

আর তোফায়েল আহমেদ জোসেফ দুটি এনআইডি নেন। নিজের প্রকৃত নাম ছাড়াও মিথ্যা তথ্য দিয়ে তানভির আহমেদ তানজীল নামে আরেকটি এনআইডি নেন।

তারা দুজনই দেশের বাইরে রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

১ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

১ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৫ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৫ দিন আগে