logo
খবর

হবিগঞ্জে মুঠোফোন ব্যবহার নিয়ে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে কুপিয়ে হত্যা, বাবা আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫
Copied!
হবিগঞ্জে মুঠোফোন ব্যবহার নিয়ে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে কুপিয়ে হত্যা, বাবা আটক
নিহত রানু বেগম। ছবি: প্রথম আলো

অতিরিক্ত মুঠোফোন ব্যবহার করা নিয়ে ক্ষিপ্ত হয়ে হবিগঞ্জে এক ব্যক্তি তার কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর প্রথম আলোর।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাবাকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুরের ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে রানু বেগম (১৫) পড়াশোনার বদলে প্রতিদিন মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে তার বাবা মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। তিনি মেয়েকে মুঠোফোন ব্যবহার থেকে সব সময় বিরত থাকতে বলতেন। বুধবার বেলা ৩টার দিকে মঈন উদ্দিন কাজ শেষে বাড়িতে এসে দেখেন, তাঁর মেয়ে মুঠোফোনে কথা বলছে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রানু।

এদিকে খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে। পাশাপাশি নিহত কিশোরীর বাবা মঈন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মঈন উদ্দিনের মেয়ে রানু প্রায় সময়ই মুঠোফোনে অতিরিক্ত কথা বলত। তিনি তাকে মুঠোফোন ব্যবহারে নিষেধ করেন। আজ (বুধবার) বিকেলে বাড়িতে ফিরে মেয়েকে ফোনালাপ করতে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

৪২ মিনিট আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

১ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৩ ঘণ্টা আগে