বিডিজেন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
বিএনপির সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় অথবা ফেরার সময় খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সৌজন্য সাক্ষাতে সৌদির রাষ্ট্রদূত ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়াও তাঁদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন। রাষ্ট্রদূত ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তিনি কবে নাগাদ (দেশের বাইরে) যাবেন সেটাও।’
সৌজন্য সাক্ষাতে খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান বিএনপির নেতা জাহিদ হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
বিএনপির সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় অথবা ফেরার সময় খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সৌজন্য সাক্ষাতে সৌদির রাষ্ট্রদূত ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়াও তাঁদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন। রাষ্ট্রদূত ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তিনি কবে নাগাদ (দেশের বাইরে) যাবেন সেটাও।’
সৌজন্য সাক্ষাতে খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান বিএনপির নেতা জাহিদ হোসেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।