
বিডিজেন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
বিএনপির সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় অথবা ফেরার সময় খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সৌজন্য সাক্ষাতে সৌদির রাষ্ট্রদূত ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়াও তাঁদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন। রাষ্ট্রদূত ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তিনি কবে নাগাদ (দেশের বাইরে) যাবেন সেটাও।’
সৌজন্য সাক্ষাতে খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান বিএনপির নেতা জাহিদ হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
বিএনপির সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় অথবা ফেরার সময় খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সৌজন্য সাক্ষাতে সৌদির রাষ্ট্রদূত ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়াও তাঁদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন। রাষ্ট্রদূত ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তিনি কবে নাগাদ (দেশের বাইরে) যাবেন সেটাও।’
সৌজন্য সাক্ষাতে খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান বিএনপির নেতা জাহিদ হোসেন।
ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।
লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।
১ দিন আগে