logo
খবর

সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষা, ভিটা হারানোর শঙ্কায় পরিবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মার্চ ২০২৫
Copied!
সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষা, ভিটা হারানোর শঙ্কায় পরিবার
সৌদি আরবে নিহত প্রবাসী মো. কাউছারে স্ত্রী ও মেয়ে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়েলের ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েল ফেয়ার সেন্টার, ময়মনসিংহ। সোমবার, ১০ মার্চ ২০২৫। ছবি: প্রথম আলো

১৬ মাস বয়সী কারিমাতুল জান্নাত বাবার স্পর্শ পায়নি। তার জন্মের ছয় দিন আগে বাবা মো. কাউছার (৩০) সংসারের অভাবে ঘোচাতে দাদনের টাকায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হলো না। সৌদি আরবে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। ৩ মার্চ স্বজনেরা কাউছারের মৃত্যুর খবর পেলেও এখনো তার লাশ দেশে পৌঁছায়নি। লাশ আদৌ পাওয়া যাবে কি না, সেই শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারের। কাউছারের মৃত্যুতে দাদনের টাকা পরিশোধ নিয়েও চিন্তার মধ্যে পড়ে গেছেন স্বজনেরা। ভিটাবাড়ি হারানোর শঙ্কায় কাউছারের পরিবার।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী জয়দা গ্রামের বাসিন্দা নির্মাণশ্রমিক মোতাহার আলীর ছেলে মো. কাউছার। কাউছারও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। অভাবের কারণে গত ১৬ মাস আগে সৌদি আরবে যান কাউছার। সেখানে দাম্মাম শহরে সাক্কো নামের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। কাউছার মোট সাত লাখ টাকায় সৌদি আরবে যান। এর মধ্যে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে দাদনে, বাকি আরও দুই লাখ টাকা নিয়েছেন আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে। দাদনের প্রতি লাখ টাকার জন্য মাসে ১০ হাজার টাকা লাভ দিতে হয়। দাদনের টাকা দিতে গিয়ে দুটি এনজিও থেকে আরও ২ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়েছে কাউছারের পরিবার। প্রতি মাসে বাড়িতে ৫০–৫৫ হাজার টাকা পাঠালে তাঁর পুরোটাই সুদ দিয়ে শেষ হয়ে যেত।

সৌদি আরবে কাউছারের সহপাঠীদের বরাতে স্বজনেরা জানান, ৩ মার্চ দাম্মাম শহরের একটি এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কাউছার মারা যান। তার মৃত্যুর খবরটি দেশে পৌঁছায় প্রতিবেশী এক প্রবাসীর মাধ্যমে। কাউছারের মৃত্যুতে শুধু পরিবারের স্বপ্ন ভেঙে চুরমারই হয়নি, বাবার ওপর চেপে বসেছে ঋণের বোঝা।

The wife and daughter of expatriate Md. Kaushar who was killed in Saudi Arabia.

ছেলের মরদেহ বাংলাদেশি কোন সংস্থার মাধ্যমে দেশে ফিরবে, কবে ফিরবে, এ বিষয়েও কিছু জানেন না বাবা মোতাহার আলী। সোমবার (১০ মার্চ) বেলা একটার দিকে ময়মনসিংহ নগরীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েলফেয়ার সেন্টারে আসেন মোতাহার আলী। সঙ্গে ছিলেন পুত্রবধূ মোছা. জেসমিন ও ছেলের একমাত্র সন্তান কারিমাতুল জান্নাত। কাউছারের লাশ ফেরত আনতে আবেদন করেন তাঁরা। এ সময় মোতাহার আলী বলেন, ‘অভাব দূর করার আশায় পোলারে বিদেশে পাঠাইছিলাম। কিন্তু অভাব আরও বড় অইলো, আমার পুতও গেল। অত টেহা অহন কেমনে দিয়াম আমি। দাদনের টেহা দিলে ভিডাবাড়ি সব বেচন লাগব। আমার পোলার লাশও কবে পাইবাম, তারও ঠিক নাই।’

কাউছারের স্ত্রী মোছা. জেসমিন বলেন, ‘স্বামী বিদেশে যাওয়ার ছয় দিনের মাথায় আমার সন্তান হয়। সন্তানকে কোলে তুলে আদর করার কত বাসনা ছিল তার (কাউছার)। কিন্তু প্রতি মাসে দাদনের টাকা দিতে দিতে আমরাও ঠিকমতো ভাতের জোগান দিতে পারতাম না। খুব কষ্টে সংসার চলছিল। ঋণের টাকা শোধ হবার পর আমার স্বামীর দেশে আসার কথা ছিল। কিন্তু ঋণ রয়ে গেলেও আমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের ভাগ্যে কী আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। স্বামীর লাশ পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলেও স্বামীর লাশও শেষবারের মতো দেখতে পারব না।’

বিষয়টি নজরে আনা হলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েল ফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারী পরিচালক মাহবুবুল হাসান তাহেরি বলেন, ‘নিহত ব্যক্তির পরিবার মরদেহ প্রাপ্তির লিখিত আবেদন করেছে, আমরা তা পাঠিয়ে দেব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবে।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

১৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

২১ ঘণ্টা আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে