logo
খবর

বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪
Copied!
বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪
লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪ অভিযুক্ত। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭ ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামের একজন ব্যক্তি লামা থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার।

গ্রেপ্তাকৃতরা হলো-সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা এবং তংগোঝিড়ি পাড়ার বাসিন্দা মং শৈ ম্যা ত্রিপুরা ও মো. ইব্রাহিম (৬৫)।

বড়দিনের আগে ২৪ ডিসেম্বর রাতে সরই ইউনিয়নের তংগোঝিরি ত্রিপুরা পাড়ার ১৭টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানায়, গির্জা না থাকায় ওই পাড়ার বাসিন্দারা বড়দিন উপযাপন করতে পুরোনো পাড়ায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে আগুনে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গত রাতে এজাহারভুক্ত ৭ অভিযুক্তের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আরও পড়ুন

ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী

ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী

জুলাই মাসে যুক্তরাষ্ট্র গেছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলী।

৭ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

১৭ ঘণ্টা আগে

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

১৯ ঘণ্টা আগে