logo
খবর

বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪
Copied!
বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪
লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪ অভিযুক্ত। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭ ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামের একজন ব্যক্তি লামা থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার।

গ্রেপ্তাকৃতরা হলো-সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা এবং তংগোঝিড়ি পাড়ার বাসিন্দা মং শৈ ম্যা ত্রিপুরা ও মো. ইব্রাহিম (৬৫)।

বড়দিনের আগে ২৪ ডিসেম্বর রাতে সরই ইউনিয়নের তংগোঝিরি ত্রিপুরা পাড়ার ১৭টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানায়, গির্জা না থাকায় ওই পাড়ার বাসিন্দারা বড়দিন উপযাপন করতে পুরোনো পাড়ায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে আগুনে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গত রাতে এজাহারভুক্ত ৭ অভিযুক্তের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে