logo
খবর

বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪
Copied!
বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪
লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪ অভিযুক্ত। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭ ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামের একজন ব্যক্তি লামা থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার।

গ্রেপ্তাকৃতরা হলো-সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা এবং তংগোঝিড়ি পাড়ার বাসিন্দা মং শৈ ম্যা ত্রিপুরা ও মো. ইব্রাহিম (৬৫)।

বড়দিনের আগে ২৪ ডিসেম্বর রাতে সরই ইউনিয়নের তংগোঝিরি ত্রিপুরা পাড়ার ১৭টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানায়, গির্জা না থাকায় ওই পাড়ার বাসিন্দারা বড়দিন উপযাপন করতে পুরোনো পাড়ায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে আগুনে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গত রাতে এজাহারভুক্ত ৭ অভিযুক্তের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আরও দেখুন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণা, দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ১০ ভুক্তভোগীর

ভুক্তভোগীরা বিডিজেনকে জানান, তারা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা বগুড়ায় বসবাসকারী একজন দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছিলেন। ওই দালাল অভিযুক্ত দুই এজেন্সির হয়ে কাজ করেন। গত দুই বছরের বেশি সময়েও ভুক্তভোগীরা বিদেশ যেতে না পারায় বাধ্য হয়ে বিএমইটিতে অভিযোগ করেন।

১ দিন আগে

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবসের পাশাপাশি জাতীয় অভিবাসী দিবস হিসেবে পালিত হয়।

১ দিন আগে

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করলে প্রথম দালালচক্রের বাস্তব চিত্র তার সামনে আসে।

২ দিন আগে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

৫ দিন আগে