
বিডিজেন ডেস্ক

এখন থেকে থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাওয়ার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে হবে। আজ বুধবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।
আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলো বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।
নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।
থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকাস্থ থাই দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে জানতে পারবেন বিস্তারিত।

এখন থেকে থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাওয়ার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে হবে। আজ বুধবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।
আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলো বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।
নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।
থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকাস্থ থাই দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে জানতে পারবেন বিস্তারিত।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।