logo
খবর

সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৭

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জানুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৭
প্রতীকী ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে আটোরিকশা খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। নিহত শ্রমিকের নাম শাহীনূর রহমান।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনূর (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, ‘শাহীনূরসহ আমরা আট শ্রমিক অটোরিকশা যোগে কাজের উদ্দেশে সেলিমগঞ্জ যাচ্ছিলাম। এ সময় জাল্লাবাজ গ্রামে পৌঁছানো মাত্রই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমরা ৭ শ্রমিক আহত হই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহীনূরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ ঘোষ বলেন, ‘গাড়িতে আটজন যাত্রী ছিলেন। খাদে পড়ে একজনের মৃত্যু হয়। বাকিরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

২ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৪ ঘণ্টা আগে