প্রতিবেদক, বিডিজেন
এপ্রিলে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ (ইউএস) ডলার। যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের ১২ দশমিক শূন্য ২ শতাংশ।
তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯১১ কোটি ডলার।
আরও পড়ুন
এপ্রিলে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ (ইউএস) ডলার। যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের ১২ দশমিক শূন্য ২ শতাংশ।
তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯১১ কোটি ডলার।
আরও পড়ুন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।