বিডিজেন ডেস্ক
২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবার ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে তারা।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে। এটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) এবং রহমানুল্লাহ গুরবাজের (৩৮ বলে ৬৬) দ্রুতগতির অর্ধশতকের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় তারা।
জবাবে ১৬৪ রান করতে পারে রংপুর। ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করে চেষ্টা চালান সাইফ হাসান। ইফতেখার আহমেদ ২৯ বলে ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান। বাকি আর কেউ জ্বলে উঠতে না পারায় লড়াই জমাতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।
রংপুর তাদের ৪টি লিগ পর্বের ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ফাইনালে উঠেছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত ম্যাচ ছিল।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৯৬/৪ (জনসন ৬৭, গুরবাজ ৬৬, রোমারিও ২৮*, রাদারফোর্ড ১৯* ; ইফতিখার ১/১২, শামসি ১/২৮, খালেদ ১/৪৪, মেয়ার্স ০/২৩, কামরুল ০/৩৫)
রংপুর রাইডার্স: ১৯.৫ ওভারে ১৬৪ (ইফতিখার ৪৬, সাইফ ৪১, মাহিদুল ৩০, সৌম্য ১৩, কামরুল ৭; প্রিটোরিয়াস ৩/৩৭, তাহির ২/৩৯, মোতি ২/৩২)।
ফল: গায়ানা আমাজন ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ।
টুর্নামেন্ট সেরা: ইমরান তাহির।
২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবার ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে তারা।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে। এটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) এবং রহমানুল্লাহ গুরবাজের (৩৮ বলে ৬৬) দ্রুতগতির অর্ধশতকের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় তারা।
জবাবে ১৬৪ রান করতে পারে রংপুর। ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করে চেষ্টা চালান সাইফ হাসান। ইফতেখার আহমেদ ২৯ বলে ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান। বাকি আর কেউ জ্বলে উঠতে না পারায় লড়াই জমাতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।
রংপুর তাদের ৪টি লিগ পর্বের ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ফাইনালে উঠেছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত ম্যাচ ছিল।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৯৬/৪ (জনসন ৬৭, গুরবাজ ৬৬, রোমারিও ২৮*, রাদারফোর্ড ১৯* ; ইফতিখার ১/১২, শামসি ১/২৮, খালেদ ১/৪৪, মেয়ার্স ০/২৩, কামরুল ০/৩৫)
রংপুর রাইডার্স: ১৯.৫ ওভারে ১৬৪ (ইফতিখার ৪৬, সাইফ ৪১, মাহিদুল ৩০, সৌম্য ১৩, কামরুল ৭; প্রিটোরিয়াস ৩/৩৭, তাহির ২/৩৯, মোতি ২/৩২)।
ফল: গায়ানা আমাজন ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ।
টুর্নামেন্ট সেরা: ইমরান তাহির।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।
জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের বিনোদন জগতের শিল্পীদের মধ্যে তৈরি হয়েছে বিভাজন। সেই বিভাজনের রেশ এখনো কাটেনি। সুযোগ পেলেই একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পিছপা হচ্ছেন না অনেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল বিবাদে জড়িয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একদল নাগরিককে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। একটি সামরিক বিমানে আজ শনিবার (২ আগস্ট) তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।