
সংবাদদাতা, চট্টগ্রাম

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।