logo
খবর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জুন ২০২৫
Copied!
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মো. মমিন হোসেন। ছবি: ইউএনবি

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মো. মমিন হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মমিন। পরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (১৭ জুন) মমিনের স্বজনেরা এ দুঃসংবাদ পান।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তখন মমিনের সঙ্গে আরও কয়েকজনও গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে। তাদের কেন গুলি করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি।

মমিন হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

মৃতের স্বজনেরা ও স্থানীয় ইউপি সদস্য মো. সুমন পাটোয়ারি ইউএনবিকে জানান, ১০ সদস্যের পরিবারের জীবিকার টানে মমিন হোসেন ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। মাস মাসে রেমিট্যান্সও পাঠাতেন। ভালোভাবেই চলছিল তাদের পরিবার। ঘটনার দিন রাতে মমিনসহ কয়েকজন এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা সাদা গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। 

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ইউএনবিকে বলেন, ‘এই দুঃখজনক সংবাদটি পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। 

তিনি বলেন, নিহতের পরিবারের কেউ আমার সঙ্গে এখনো যোগাযোগ করেনি। তিনি আরও বলেন, ‘মমিনের লাশ দেশে আনার ক্ষেত্রে যা যা সহযোগিতা দেওয়া যায় তা করা হবে।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মমিন হোসেনসহ আরও ৩ জন মারা গেছেন বলে জানা গেছে।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে