logo
খবর

আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দায়মুক্তি’

প্রতিবেদক, বিডিজেন০৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দায়মুক্তি’
শুক্রবার ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে

সরকারি অনুদান নেওয়ার প্রায় ৭ বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশের প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পাবে। ২০১৭ সালে অনুদান পেয়েছিল এ সিনেমা।
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। বদিউল আলম পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান
গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান

‘দায়মুক্তি’ নিয়ে পরিচালক বদিউল আলম জানিয়েছেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান
এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান

এর আগে এক সংবাদ সম্মেলনে আবুল হায়াত বলেছিলেন, ‘প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।’ দিলারা জামান বলেন, ‘গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।’
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নীরব এবং আলী আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে