
বিডিজেন ডেস্ক

প্রবাসীদের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক (বিপিএন)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানবাধিকার কমিশনের সচিব সেবাস্টিন রেমার হাতে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মাদ বাইজিদ আল-হাসান। পরে একই দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি আরও একটি অনুলিপি দিয়েছে সংগঠনটি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
স্মারকলিপিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্ববহ একটি দিন। দিবসটি উপলক্ষে বিপিএন প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরতে চায়।
দাবিগুলো হলো- কর্মীর বিদেশ গমনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুত কাজ নিশ্চিত করা, নিম্নমানের আবাসন ও মালিক কর্তৃক অমানবিক আচরণের প্রতিকার, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কনস্যুলেট অফিসগুলোর ভূমিকা আরও শক্তিশালী করা।
স্মারকলিপিতে শ্রমিকদের দ্রুত সহায়তা দিতে বিদেশে বাংলাদেশি কনস্যুলেটগুলোতে কর্মী সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রবাসীদের সেবা প্রদানের ব্যবস্থাসহ তাদের মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

প্রবাসীদের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক (বিপিএন)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানবাধিকার কমিশনের সচিব সেবাস্টিন রেমার হাতে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মাদ বাইজিদ আল-হাসান। পরে একই দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি আরও একটি অনুলিপি দিয়েছে সংগঠনটি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
স্মারকলিপিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্ববহ একটি দিন। দিবসটি উপলক্ষে বিপিএন প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরতে চায়।
দাবিগুলো হলো- কর্মীর বিদেশ গমনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুত কাজ নিশ্চিত করা, নিম্নমানের আবাসন ও মালিক কর্তৃক অমানবিক আচরণের প্রতিকার, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কনস্যুলেট অফিসগুলোর ভূমিকা আরও শক্তিশালী করা।
স্মারকলিপিতে শ্রমিকদের দ্রুত সহায়তা দিতে বিদেশে বাংলাদেশি কনস্যুলেটগুলোতে কর্মী সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রবাসীদের সেবা প্রদানের ব্যবস্থাসহ তাদের মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।