
শরীফুল আলম

এই আমেরিকায় আসার পর থেকে সময়ের আর কোনো খোঁজই পাই না। কখন সকাল হয় আর কখন রাত তাও টের পাই না। অন্তরের দুটা অন্তরকথা কাউকে বলব, সেই সময়ও যেন নেই। তার ওপর ডেট এক্সপায়ারি মানুষ, অনেকটা দাবা খেলার ওই ক্ষমতাবান রাজার মতো, মাত্র এক ঘর যেতে পারি। আর রানিরা? সব জায়গায়।
তারপরও ঘরেই বসবাস করছি। কেননা বিশ্বস্ত আর পরীক্ষিত মানুষেরাই কেবলমাত্র ঘরে বসবাস করে। এমনিতেই আমি সেল্প ষ্টাট নেওয়া মানুষ। সুতরাং চোখে দেখা আর কানে শোনা বিষয়কেই আমি এখনো সত্য বলে মানি। সত্যকে সত্য না জানা পর্যন্ত সত্যকেও সত্য বলি না। মানুষই মানুষের বড় ওষুধ। কেউ সুখ দেয়, আবার কেউ দুঃখ। আবার অযত্নেও কিছু গাছ বেড়ে ওঠে, ফুলও দেয়। আমি হচ্ছি গিয়ে সেই প্রকৃতির মানুষ।

পৃথিবীর কোনো মানুষই কারও জন্য পারফেক্ট নয়। তারপরও আমরা সম্পর্ক চালিয়ে যাই। কেন জানেন? মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামাজিক জীব বলে। মূলত পুরুষ মানুষ এক নারীতেই আসক্ত থাকতে চায়। কিন্তু নারীরা যখন সেই পুরুষকে কষ্ট দেয় তখনই একজন পুরুষ মানুষ নষ্ট হয়ে যায়। আসল কথা হচ্ছে নারী–পুরুষ প্রত্যেকেই শ্রেষ্ঠ নিরাপত্তাটায় চায়। একজন ছেলের জীবনে এমন একটা মেয়ের দরকার, যে তার ঘুম নষ্ট করবে আবার প্রত্যেকটা মেয়ের জীবনেও এমন একজন পুরুষ মানুষ থাকা চাই, যে প্রতিদিনই তার লিপিষ্টিক নষ্ট করবে। তারপরও প্রিয়ই হোক কিংবা প্রেমিকা, কারও মনের এতটা গভীরে ঢুকতে নেই যেখান সে থেকে বের করে দিলে নিজেকে খুব আশ্রয়হীন মনে হবে। কিংবা কারও মুখের দিকে এত বেশি তাকাতে নেই যখন সে মুখ ফিরিয়ে নেবে নিজেকে খুব অসহায় মনে হবে। সুতরাং আমি ঠিক তাদেরকেই প্রায়োরটি দেব, আমি তাদেরকেই খেয়াল রাখব, আমি মরে গেলেও যাদের কিছু আসে যায়। যাদের কিছু আসে যায় না তাদেরকে নয়। যে আমার মূল্য বোঝে আমি ঠিক তাদের সঙ্গেই সম্পর্ক রাখব। মূলত আমি একজন আনন্দ পিপাসু মানুষ, সুতরাং কল্পনাতেও আমি সুখী থাকতে চাই। কেননা আমি জানি প্রেমের স্থিতিকাল খুব কম। সুতরাং নিজেকে নিয়ে নিষ্ঠুরতার কোনো মানে হয় না।

বয়স হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন (জরুরিভিত্তিতে প্রেমিকা আবশ্যক) এমন বিজ্ঞাপন দিয়েও এখন কোনো কাজ হবে বলে মনে হয় না। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত সম্পর্ক উঁকি মারতে চায়। শুরুতেই যে কথা বললাম, ব্যস্ততা। ব্যস্ত আছি বলেই এতটা নিঃসঙ্গ লাগে না। ব্যস্ত আছি বলেই জীবনের ছোট ছোট চলার পথগুলো সহজ হয়ে যায়, ব্যস্ত আছি বলেই ভুল গন্তব্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি। জনবহুলের কোলাহলে পৃথিবীও চলছে আমিও চলছি।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইমেইল: [email protected]
**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

এই আমেরিকায় আসার পর থেকে সময়ের আর কোনো খোঁজই পাই না। কখন সকাল হয় আর কখন রাত তাও টের পাই না। অন্তরের দুটা অন্তরকথা কাউকে বলব, সেই সময়ও যেন নেই। তার ওপর ডেট এক্সপায়ারি মানুষ, অনেকটা দাবা খেলার ওই ক্ষমতাবান রাজার মতো, মাত্র এক ঘর যেতে পারি। আর রানিরা? সব জায়গায়।
তারপরও ঘরেই বসবাস করছি। কেননা বিশ্বস্ত আর পরীক্ষিত মানুষেরাই কেবলমাত্র ঘরে বসবাস করে। এমনিতেই আমি সেল্প ষ্টাট নেওয়া মানুষ। সুতরাং চোখে দেখা আর কানে শোনা বিষয়কেই আমি এখনো সত্য বলে মানি। সত্যকে সত্য না জানা পর্যন্ত সত্যকেও সত্য বলি না। মানুষই মানুষের বড় ওষুধ। কেউ সুখ দেয়, আবার কেউ দুঃখ। আবার অযত্নেও কিছু গাছ বেড়ে ওঠে, ফুলও দেয়। আমি হচ্ছি গিয়ে সেই প্রকৃতির মানুষ।

পৃথিবীর কোনো মানুষই কারও জন্য পারফেক্ট নয়। তারপরও আমরা সম্পর্ক চালিয়ে যাই। কেন জানেন? মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামাজিক জীব বলে। মূলত পুরুষ মানুষ এক নারীতেই আসক্ত থাকতে চায়। কিন্তু নারীরা যখন সেই পুরুষকে কষ্ট দেয় তখনই একজন পুরুষ মানুষ নষ্ট হয়ে যায়। আসল কথা হচ্ছে নারী–পুরুষ প্রত্যেকেই শ্রেষ্ঠ নিরাপত্তাটায় চায়। একজন ছেলের জীবনে এমন একটা মেয়ের দরকার, যে তার ঘুম নষ্ট করবে আবার প্রত্যেকটা মেয়ের জীবনেও এমন একজন পুরুষ মানুষ থাকা চাই, যে প্রতিদিনই তার লিপিষ্টিক নষ্ট করবে। তারপরও প্রিয়ই হোক কিংবা প্রেমিকা, কারও মনের এতটা গভীরে ঢুকতে নেই যেখান সে থেকে বের করে দিলে নিজেকে খুব আশ্রয়হীন মনে হবে। কিংবা কারও মুখের দিকে এত বেশি তাকাতে নেই যখন সে মুখ ফিরিয়ে নেবে নিজেকে খুব অসহায় মনে হবে। সুতরাং আমি ঠিক তাদেরকেই প্রায়োরটি দেব, আমি তাদেরকেই খেয়াল রাখব, আমি মরে গেলেও যাদের কিছু আসে যায়। যাদের কিছু আসে যায় না তাদেরকে নয়। যে আমার মূল্য বোঝে আমি ঠিক তাদের সঙ্গেই সম্পর্ক রাখব। মূলত আমি একজন আনন্দ পিপাসু মানুষ, সুতরাং কল্পনাতেও আমি সুখী থাকতে চাই। কেননা আমি জানি প্রেমের স্থিতিকাল খুব কম। সুতরাং নিজেকে নিয়ে নিষ্ঠুরতার কোনো মানে হয় না।

বয়স হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন (জরুরিভিত্তিতে প্রেমিকা আবশ্যক) এমন বিজ্ঞাপন দিয়েও এখন কোনো কাজ হবে বলে মনে হয় না। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত সম্পর্ক উঁকি মারতে চায়। শুরুতেই যে কথা বললাম, ব্যস্ততা। ব্যস্ত আছি বলেই এতটা নিঃসঙ্গ লাগে না। ব্যস্ত আছি বলেই জীবনের ছোট ছোট চলার পথগুলো সহজ হয়ে যায়, ব্যস্ত আছি বলেই ভুল গন্তব্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি। জনবহুলের কোলাহলে পৃথিবীও চলছে আমিও চলছি।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইমেইল: [email protected]
**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]
দুপুরে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি। দেখি আরেকটা ট্রাক থেকে ওয়াশিং মেশিন নামাচ্ছে। বিরাট গাবদা সাইজ। দুই/তিনতলা সিঁড়ি বেয়ে ওঠাতে হবে। বেচারার গার্লফ্রেন্ড নেই পাশে। এবার দেখি ছেলেলা আমার দিকে তাকায়, ‘হাই’ দেয়।
ষাটের দশক শুধু জেইনের জীবন নয়, বদলে দিল এক পুরো প্রজন্মকে। মানুষ শিখল প্রশ্ন করতে, প্রতিবাদ করতে, আর ভালোবাসতে। সত্যিই, এক নতুন সময়ের জন্ম হয়েছিল।
ওমান রাষ্ট্রীয়ভাবে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ভালো ভূমিকা রাখতে পারে তবে দীর্ঘমেয়াদে ওমানে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণাতেও অবদান রাখতে পারে।
বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য রাজস্ব খাত ও আর্থিক খাতের সংস্কারকে সংহতভাবে এগিয়ে নিতে হবে। এটি শুধুমাত্র উন্নয়নের জন্য নয় বরং দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।