logo
মতামত

কবিতা: শূন্যতার ভেতর গল্প

মো. ফজলুল কবির২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কবিতা: শূন্যতার ভেতর গল্প
ছবি: এআই দিয়ে তৈরি

অদৃশ্যরেখার পাশে বসে শুধু জানবার চেষ্টা

হাজার বছরের পুরনো গল্পের রং,

বিলুপ্ত মহাদেশের শিল্প আর সংস্কৃতি,

তুমি, আমি আর আমাদের ভেতরকার পার্থক্য।


আরও গহীনে গিয়ে ক্যানভাসে খুঁজি

আবেগ আর অনুভূতির গল্পের ভিন্নতা,

কিংবা দিগন্তরেখা বরাবর প্রকৃতির ভাজ,

রবির সম্মিলনে পাহাড়ে পড়া গোধূলি।

এমনই তো ছিল, নাকি ভিন্ন কিছু?

কল্পনার ভেতরে কল্পনা বসত করে।

নীরব কান্না বা বন্যতা মেশানো জীবন—

কোনটি বেশি, কোনটি কম, জানতে ইচ্ছে করে।

বহুদূরে চোখ মেলাতে মেলাতে ভয় লাগে;

হয়তো পরের গল্প আরও ভয়ংকর।

যেখানে মানুষ কস্মিনকালে পৌঁছাবে না,

সেখানে আমি-তুমি, আমাদের গল্প সমান।

ভাবলেশহীন এই সময়ের ব্যাপকতা কোথায়?

সন্ধ্যার নিস্তব্ধতায় শুধু শূন্যতা।

এখনো অনেক গল্প বাকি, নতুন পথ আসন্ন—

সময় পুরনো হয় বলে, গল্পগুলো জীবন খোঁজে।

(সেপ্টেম্বর ৫, ২০২৫)

আরও দেখুন

‘আমরা ম্যানেজ করে নেব’

‘আমরা ম্যানেজ করে নেব’

দুপুরে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি। দেখি আরেকটা ট্রাক থেকে ওয়াশিং মেশিন নামাচ্ছে। বিরাট গাবদা সাইজ। দুই/তিনতলা সিঁড়ি বেয়ে ওঠাতে হবে। বেচারার গার্লফ্রেন্ড নেই পাশে। এবার দেখি ছেলেলা আমার দিকে তাকায়, ‘হাই’ দেয়।

১ দিন আগে

স্বাধীনতার এক নির্মম পরিহাস

স্বাধীনতার এক নির্মম পরিহাস

ষাটের দশক শুধু জেইনের জীবন নয়, বদলে দিল এক পুরো প্রজন্মকে। মানুষ শিখল প্রশ্ন করতে, প্রতিবাদ করতে, আর ভালোবাসতে। সত্যিই, এক নতুন সময়ের জন্ম হয়েছিল।

৩ দিন আগে

ওমান–বাংলাদেশ সৌহার্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা

ওমান–বাংলাদেশ সৌহার্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা

ওমান রাষ্ট্রীয়ভাবে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ভালো ভূমিকা রাখতে পারে তবে দীর্ঘমেয়াদে ওমানে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণাতেও অবদান রাখতে পারে।

৩ দিন আগে

রাজস্ব আহরণ ও আর্থিক সংস্কার: বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দৃঢ় করার অপরিহার্য হাতিয়ার

রাজস্ব আহরণ ও আর্থিক সংস্কার: বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দৃঢ় করার অপরিহার্য হাতিয়ার

বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য রাজস্ব খাত ও আর্থিক খাতের সংস্কারকে সংহতভাবে এগিয়ে নিতে হবে। এটি শুধুমাত্র উন্নয়নের জন্য নয় বরং দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫ দিন আগে