logo
মতামত

কবিতা: শূন্যতার ভেতর গল্প

মো. ফজলুল কবির২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কবিতা: শূন্যতার ভেতর গল্প
ছবি: এআই দিয়ে তৈরি

অদৃশ্যরেখার পাশে বসে শুধু জানবার চেষ্টা

হাজার বছরের পুরনো গল্পের রং,

বিলুপ্ত মহাদেশের শিল্প আর সংস্কৃতি,

তুমি, আমি আর আমাদের ভেতরকার পার্থক্য।


আরও গহীনে গিয়ে ক্যানভাসে খুঁজি

আবেগ আর অনুভূতির গল্পের ভিন্নতা,

কিংবা দিগন্তরেখা বরাবর প্রকৃতির ভাজ,

রবির সম্মিলনে পাহাড়ে পড়া গোধূলি।

এমনই তো ছিল, নাকি ভিন্ন কিছু?

কল্পনার ভেতরে কল্পনা বসত করে।

নীরব কান্না বা বন্যতা মেশানো জীবন—

কোনটি বেশি, কোনটি কম, জানতে ইচ্ছে করে।

বহুদূরে চোখ মেলাতে মেলাতে ভয় লাগে;

হয়তো পরের গল্প আরও ভয়ংকর।

যেখানে মানুষ কস্মিনকালে পৌঁছাবে না,

সেখানে আমি-তুমি, আমাদের গল্প সমান।

ভাবলেশহীন এই সময়ের ব্যাপকতা কোথায়?

সন্ধ্যার নিস্তব্ধতায় শুধু শূন্যতা।

এখনো অনেক গল্প বাকি, নতুন পথ আসন্ন—

সময় পুরনো হয় বলে, গল্পগুলো জীবন খোঁজে।

(সেপ্টেম্বর ৫, ২০২৫)

আরও দেখুন

কবিতা: বিজয়ের শব্দতরঙ্গ

কবিতা: বিজয়ের শব্দতরঙ্গ

আমি দেখি এক তরুণের হাত/ পতাকা ছুঁয়ে থমকে যায়/ যেন এক মুহূর্তে/ ইতিহাস তার বুকে ঢুকে পড়ে/ ধুকধুক ধুকধুক করে।

৪ দিন আগে

কবিতা: আমার দেশ

কবিতা: আমার দেশ

আমার আজও মনে পড়ে/ আমাদের বাড়ির আঙ্গিনায় নীল অপরাজিতার কথা/ মনে পড়ে কোকিলের গেয়ে চলা উচ্চাঙ্গ সংগীতের কথা/ মনে পড়ে বানভাসি মানুষের অজস্র দুঃখের কথা,

৪ দিন আগে

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, শান্তিপূর্ণ দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, শান্তিপূর্ণ দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা

একটি সভ্য দেশে এ ধরনের বর্বরতা কখনোই কাম্য নয় এবং কখনো এটা আশা করিনি। অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ দেশ; এখানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করা যায় না। ধর্মীয় বিদ্বেষ ধেকে এ ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘটনা শুধু ইহুদির জন্য নয়, আমাদের সবার জন্যই উদ্বেগজনক।

৪ দিন আগে

মরুর বুকে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মাস্কাট

মরুর বুকে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মাস্কাট

বাংলাদেশেরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশের মাটিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে, যা অনেকেরই অজানা। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ স্কুল মাস্কাট। এটি ইংরেজি মাধ্যম অ্যাডেক্সসেল কারিকুলামের অধীনে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ওমানের রাজধানী মাস্কাটের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুল।

৬ দিন আগে