logo
মতামত

কবিতা: গল্পের ভাঁজ

শরীফুল আলম
শরীফুল আলম১৬ আগস্ট ২০২৫
Copied!
কবিতা: গল্পের ভাঁজ

একটা দোদুল্যমান সময় পার করছি

এই যেমন ধরুন আমি একজন মানুষ

অথচ স্বভাবে ঠিক নদীর মতো

সম্ভবত তাই যুগল দেখলেই এখন এড়িয়ে চলি,

এই বসন্ত বিকেলে দ্রাঘিমাংশ প্রায় ছুঁই ছুঁই

কিন্তু আলৌকিক ব্যপার হচ্ছে কী জানেন

এই জীবনে রঙিন কাগজের চরকি এখন আর নেই,

তবুও যেটুকু আছে তার সবটাতেই তার ছোঁয়া

আর অণুচ্ছেদে ভয়ের ব্যপার তো আছেই,

আদি শব্দের কথা আর কী বলি

ঠিক যেন কবুতরের বিহ্বল

বলি, আচ্ছা বলোতো ভাস্কর্য কে গড়েছে তোমার গালে?

না হয় তোমাকে ভাবলেই কেন মনে হবে

তুমি যেন পর্দার আড়ালে লুকিয়ে থাকা

পুরনো সেই গল্পের ভাঁজ।

এখন বসন্ত মাস

প্রেমের ভরা মৌসুম

নীরব সন্ধ্যা

তোমার ছোঁয়া আমার গায়

তাই সম্ভবত মন কেমন উড়াল দেয় মেঘের নীলে

রূপালি আলোর ছটায়

প্রতি রাতেই আমিও যেন হয়ে উঠি একজন আততায়ী,

আচ্ছা বলো তো, এ কেমন আত্মসমর্পণ!

পশমি বেড়ালের মতো কেবল ভালোবাসা খুঁজি,

তবে কি ভালোবাসা কেবলই গৃহস্থ অভ্যাস?

নাকি প্রত্যহিক?

অংশত তুমি স্বচ্ছ

সন্ধ্যার কাছাকাছি রঙিন কোন সূর্য

যদি বলি তুমি চুনি, তুমি অসহ্য সুন্দর

তুমি আকাশের নীল, কামনায় অস্থির

তাই তো তুমি মুক্তি, মুক্তি, মুক্তি।

সময়ের স্তূপে বসে আছি, অর্থহীন

সংকেত শুধু মিথ্যে কুহক

প্রাণহীন হাসাহাসি

আমাদের যৌথ অতীত

মধ্য দুপুরের মতোই তীব্র হলুদ

আমাদের জলতরঙ্গ, জ্যোৎস্নার জৌলুস

কোনো আবরণ নেই তাতে, কিশোরের কোনো বিস্ময় নেই

আছে আসন্ন মৃত্যুর ঘ্রাণ,

তবুও আমি থাকি ফুলের খুব কাছাকাছি

মাঠের খুব কাছাকাছি, বর্ষার কাছাকাছি

আর সে থাকে বহুদূরে আমার তৃষ্ণায়।

*শরীফুল আলম

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

[email protected]

আরও দেখুন

‘আমরা ম্যানেজ করে নেব’

‘আমরা ম্যানেজ করে নেব’

দুপুরে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি। দেখি আরেকটা ট্রাক থেকে ওয়াশিং মেশিন নামাচ্ছে। বিরাট গাবদা সাইজ। দুই/তিনতলা সিঁড়ি বেয়ে ওঠাতে হবে। বেচারার গার্লফ্রেন্ড নেই পাশে। এবার দেখি ছেলেলা আমার দিকে তাকায়, ‘হাই’ দেয়।

১ দিন আগে

স্বাধীনতার এক নির্মম পরিহাস

স্বাধীনতার এক নির্মম পরিহাস

ষাটের দশক শুধু জেইনের জীবন নয়, বদলে দিল এক পুরো প্রজন্মকে। মানুষ শিখল প্রশ্ন করতে, প্রতিবাদ করতে, আর ভালোবাসতে। সত্যিই, এক নতুন সময়ের জন্ম হয়েছিল।

৩ দিন আগে

ওমান–বাংলাদেশ সৌহার্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা

ওমান–বাংলাদেশ সৌহার্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা

ওমান রাষ্ট্রীয়ভাবে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ভালো ভূমিকা রাখতে পারে তবে দীর্ঘমেয়াদে ওমানে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণাতেও অবদান রাখতে পারে।

৩ দিন আগে

রাজস্ব আহরণ ও আর্থিক সংস্কার: বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দৃঢ় করার অপরিহার্য হাতিয়ার

রাজস্ব আহরণ ও আর্থিক সংস্কার: বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দৃঢ় করার অপরিহার্য হাতিয়ার

বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য রাজস্ব খাত ও আর্থিক খাতের সংস্কারকে সংহতভাবে এগিয়ে নিতে হবে। এটি শুধুমাত্র উন্নয়নের জন্য নয় বরং দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫ দিন আগে