বিডিজেন ডেস্ক
ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ (রোববার) ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিল সিকান্দার! ইতিমধ্যে ছবিটির বড়সংখ্যক অগ্রিম বুকিং সেরে ফেলেছে দর্শকেরা।
ভারতীয় গণমাধ্যমের খবর, ইতিমধ্যেই ৯ কোটি ৩০ লাখ রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
গত বুধবার (২৬ মার্চ) থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের চোখও বক্স অফিসের দিকে। হিসাব বলছে, টু-ডি শো-এর বিক্রি এখন ছুঁয়েছে ৩ কোটি ৯৫ লাখ। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে সেটাও প্রায় ৩ কোটি ৯৮ লাখ। তবে মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে ‘সিকান্দার’।
উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিংগেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের। ঈদের আবহে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উৎসাহী অনুরাগীরা, তা বলার বাকি রাখে না।
রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশী, কাজল আগরওয়াল ও প্রতীক বব্বর অভিনীত সিকান্দার ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে। টাইগার থ্রির মতো সিকান্দার নির্মাতারাও নিয়মিত শুক্রবারের আউটিং এড়িয়ে রোববার মুক্তির দিন বেছে নিয়েছেন।
তবে বলিউড বিশেজ্ঞরা বলছেন, সালমান খান এবং এ আর মুরুগাদোসের প্রথম প্রজেক্টের অগ্রিম বুকিংয়ে আরও ভালো গতি দেখাতে হবে। বর্তমান প্রবণতা অনুযায়ী, অ্যাকশন ড্রামাটি শীর্ষ ৩টি সিনেপ্লেক্সে ২ লাখের অগ্রিম বিক্রির নিচে থাকতে পারে। যা বলিউড ভাইজানের শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রির চেয়ে অনেক কম।
টাইগার থ্রি শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স ৩ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছিল এবং ভারতীয় বক্স অফিসে শুরুর দিনে ৪১ কোটি রুপির বেশি আয় করেছিল। যদি সিকান্দার অগ্রিম আয়ে ওপরের দেওয়া তথ্যের মধ্যে থাকে তাহলে এটি ভারতে ৩১ কোটি রুপির নেট দিয়ে বড়পর্দায় মুক্তি পাবে। শুরুর দিনের আয় মন্দ না হলেও, সালমান খানের ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে মানানসই নয়। তবে মুক্তির দিন স্পট বুকিং, ওয়াক-ইন ও দর্শকদের অভ্যর্থনার ওপর নির্ভর করে এই দৃশ্যের পরিবর্তন হতে পারে।
ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ (রোববার) ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিল সিকান্দার! ইতিমধ্যে ছবিটির বড়সংখ্যক অগ্রিম বুকিং সেরে ফেলেছে দর্শকেরা।
ভারতীয় গণমাধ্যমের খবর, ইতিমধ্যেই ৯ কোটি ৩০ লাখ রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
গত বুধবার (২৬ মার্চ) থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের চোখও বক্স অফিসের দিকে। হিসাব বলছে, টু-ডি শো-এর বিক্রি এখন ছুঁয়েছে ৩ কোটি ৯৫ লাখ। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে সেটাও প্রায় ৩ কোটি ৯৮ লাখ। তবে মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে ‘সিকান্দার’।
উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিংগেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের। ঈদের আবহে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উৎসাহী অনুরাগীরা, তা বলার বাকি রাখে না।
রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশী, কাজল আগরওয়াল ও প্রতীক বব্বর অভিনীত সিকান্দার ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে। টাইগার থ্রির মতো সিকান্দার নির্মাতারাও নিয়মিত শুক্রবারের আউটিং এড়িয়ে রোববার মুক্তির দিন বেছে নিয়েছেন।
তবে বলিউড বিশেজ্ঞরা বলছেন, সালমান খান এবং এ আর মুরুগাদোসের প্রথম প্রজেক্টের অগ্রিম বুকিংয়ে আরও ভালো গতি দেখাতে হবে। বর্তমান প্রবণতা অনুযায়ী, অ্যাকশন ড্রামাটি শীর্ষ ৩টি সিনেপ্লেক্সে ২ লাখের অগ্রিম বিক্রির নিচে থাকতে পারে। যা বলিউড ভাইজানের শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রির চেয়ে অনেক কম।
টাইগার থ্রি শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স ৩ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছিল এবং ভারতীয় বক্স অফিসে শুরুর দিনে ৪১ কোটি রুপির বেশি আয় করেছিল। যদি সিকান্দার অগ্রিম আয়ে ওপরের দেওয়া তথ্যের মধ্যে থাকে তাহলে এটি ভারতে ৩১ কোটি রুপির নেট দিয়ে বড়পর্দায় মুক্তি পাবে। শুরুর দিনের আয় মন্দ না হলেও, সালমান খানের ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে মানানসই নয়। তবে মুক্তির দিন স্পট বুকিং, ওয়াক-ইন ও দর্শকদের অভ্যর্থনার ওপর নির্ভর করে এই দৃশ্যের পরিবর্তন হতে পারে।
টেকনিক্যাল সেশনটি অভ্যন্তরীণ পরিবেশগত মানের সঙ্গে সম্পর্কিত আলোক নকশায় সমসাময়িক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনার জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশন আয়োজনে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা্।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে সুরেরধারার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিকসন্ধ্যা ‘নজরুল সুরাঞ্জলি’।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি জিতেছেন বিগ টিকিটের ড্রিম কার পুরস্কার। সিরিজ ২৭৯-এর ড্রতে তিনি পেয়েছেন একেবারে নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।